কাশ্মিরে ৩৭০ ধারা বাতিলের রায় বহাল থাকবে
- আনন্দবাজার
- ২৩ মে ২০২৪, ০০:০৫
ভারতের জম্মু ও কাশ্মিরে ৩৭০ ধারা বাতিলের বিষয়ে দেশটির সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, তা আর পুনর্বিবেচনা করা হবে না। এ সংক্রান্ত সব আবেদন খারিজ করে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ কথা জানিয়েছেন।
বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গাভাই, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এ এস বোপান্নার বেঞ্চ জানিয়েছে, ২০২৩ সালের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সংবিধান বেঞ্চের রায় পুনর্বিবেচনার দাবিতে যে রিভিউ পিটিশনগুলো জমা পড়েছিল, সেগুলোর পর্যালোচনা করে রায়ের কোনো সুনির্দিষ্ট ত্রুটির অভিযোগ পাওয়া যায়নি।
উল্লেখ্য, ওই রায়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছিল, ভারতীয় সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিল করে কাশ্মিরের বিশেষ মর্যাদা বিলোপের সিদ্ধান্ত অসাংবিধানিক নয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা