১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি যুক্তরাষ্ট্রের

পশ্চিম তীরের জেনিন শহরের একটি শরণার্থীশিবিরে ইসরাইলি বাহিনীর হামলায় আহত এক সাংবাদিককে সরিয়ে নিচ্ছেন তার সহকর্মীরা : ইন্টারনেট -

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন সোমবার এ তথ্য জানিয়েছেন। জনসন বলেছেন, ‘হোয়াইট হাউজের নেতার অনুপস্থিতিতে, কংগ্রেস আইসিসিকে শাস্তি দেয়ার জন্য নিষেধাজ্ঞাসহ সব বিকল্প পর্যালোচনা করছে এবং এগুলো সংস্থার নেতৃত্বকে পরিণতির মুখোমুখি হতে হবে তা নিশ্চিত। যদি আইসিসিকে ইসরাইলি নেতাদের হুমকি দেয়ার অনুমতি দেয়া হয় তবে আমরা হতে পারি পরবর্তী টার্গেট।’
তিনি বলেন, ‘ইসরাইল বা মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর আইসিসির কোনো কর্তৃত্ব নেই এবং আজকের ভিত্তিহীন ও অবৈধ সিদ্ধান্তের বিশ্বব্যাপী নিন্দার সম্মুখীন হওয়া উচিত। আইনের শাসন বজায় রাখে এমন গণতান্ত্রিক দেশগুলোর কর্তৃত্ব হরণ করার জন্য আন্তর্জাতিক আমলাদের আইন ব্যবহার করার অনুমতি দেয়া যাবে না।’ গাজায় গণহত্যার অভিযোগে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, পররাষ্ট্রমন্ত্রী গ্যালান্ট এবং হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে সোমবার গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন।
এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইসরাইল আইসিসির সদস্য নয়। তবে ফিলিস্তিন সদস্য হওয়ায় আইসিসি জানিয়েছে, গাজা, পূর্ব জেরুসালেম ও অধিকৃত পশ্চিম তীর সংশ্লিষ্ট বিষয়ে সম্পৃক্ত যেকোনো দেশের বিরুদ্ধে আদালতের বিচারিক এখতিয়ার রয়েছে।

পশ্চিম তীরে ইসরাইলি হামলায় ৭ ফিলিস্তিনি নিহত
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের জেনিন শহরের একটি শরণার্থীশিবিরে ইসরাইলি বাহিনীর তথাকথিত অভিযানে অন্তত সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১২ জন। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থীও আছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের দাবি, জেনিন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর দুর্ভেদ্য ঘাঁটি হয়ে উঠেছিল। আর সেখান থেকে তাদের সরানোর লক্ষ্যেই আজ মঙ্গলবার সকালে এই ‘কাউন্টার টেররিজম’ অভিযান শুরু করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি দখলদার বাহিনী।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনী জেনিনের শরণার্থীশিবিরে অভিযান শুরুর অল্প পরেই ইসরাইলি বাহিনীর সদস্য ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরাইলি বাহিনীর হামলায় জেনিনে অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১২ জন।
নিহতদের মধ্যে একজন চিকিৎসক, একজন শিক্ষক ও একজন শিক্ষার্থী বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া আহতদের মধ্যেও বেশ কয়েকজন শিক্ষার্থী আছে। তারা আরো জানিয়েছে, ইসরাইলি অভিযানের কারণে শরণার্থীশিবিরটির একটি বিদ্যালয় থেকে সব শিক্ষক-শিক্ষার্থীকে বের করে দেয়া হয়।
এ দিকে, গতকাল মারা যাওয়া সাতজনসহ গত ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। নিহতদের এক-তৃতীয়াংশই শিশু। এ ছাড়া, ইসরাইলি বাহিনীর হামলায় আহত হয়েছে প্রায় ৫ হাজার ফিলিস্তিনি।


আরো সংবাদ



premium cement
সিরাতুন্নবী সা: মানবজাতির জন্য একটি বিশ্বজনীন বার্তা : ধর্ম উপদেষ্টা এখন দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকতে হবে : নাসের রহমান খাগড়াছড়িতে গাড়ি উল্টে যুবক নিহত ডিসেম্বরের পর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে : গোলাম পরওয়ার অন্তর্বর্তী সরকার সমৃদ্ধ-সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েনের প্রস্তাব : ম্যাক্রোঁ ও টাস্কের বৈঠক বেনাপোল বন্দরে এলো আমদানি করা ৪৬৮ টন আলু রাজশাহীতে পাহারাদারের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন শ্রমিকদের মাঝে বেতন বৈষম্য দূর করতে হবে : গোলাম পরওয়ার হেলাল হাফিজ : একটি কবিতা লিখে যিনি ছাত্রাবস্থায় তারকাখ্যাতি পেয়েছিলেন পার্লামেন্টে প্রথম বক্তৃতায় যা নিয়ে কথা বললেন প্রিয়াঙ্কা গান্ধী

সকল