সৌদি যুবরাজের জাপান সফর স্থগিত
- এএফপি
- ২১ মে ২০২৪, ০০:০৫
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার বাবা সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের অসুস্থতার কারণে জাপানে চার দিনের সফর স্থগিত করেছেন। জাপান সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি সোমবার এ কথা জানিয়েছেন। সোমবার থেকে শুরু হওয়ার কথা ছিল সৌদি যুবরাজের জাপান সফর। তবে সৌদি আরবের বাদশাহ সালমানের ফুসফুস সংক্রমিত হওয়ায় চার দিনব্যাপী সফরটি স্থগিত করেছেন এমবিএস। ২০১৯ সালের পর এটিই সৌদি যুবরাজের প্রথম জাপান সফর হওয়ার কথা ছিল।
ইয়োশিমাসা হায়াশি গতকাল টোকিওতে নিয়মিত সংবাদ সম্মেলনে সৌদি যুবরাজের জাপান সফর স্থগিতের কথা জানান। দুই দেশ পরবর্তীতে সফরটি পুনর্নির্ধারণ করবে বলেও জানান তিনি। তবে কবে এই সফরটি হতে পারে তার কোনো ইঙ্গিত দেননি হায়াশি। জাপান সরকারের মতে, নির্ধারিত এই সফরে সৌদি ক্রাউন প্রিন্সের জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে দেখা করার কথা ছিল। জাপানের গণমাধ্যম জানিয়েছে, জাপানি কোম্পানিগুলোর সাথে বৈঠক করে তরল হাইড্রোজেনের সরবরাহ চেইন শক্তিশালী করার ব্যাপারে এমবিএস একটি চুক্তি স্বাক্ষর করবেন বলে আশা করা হয়েছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা