খারকিভে আরো তীব্র রুশ হামলার আশঙ্কায় ইউক্রেন
- রয়টার্স
- ১৯ মে ২০২৪, ০০:০৫
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে হামলা আরো তীব্র করবে রাশিয়া। গত শুক্রবার এমন সতর্কবার্তা দিয়েছেন দেশটির এক শীর্ষ কমান্ডার। তার এই সতর্কবার্তা এমন সময় এলো যখন এই অঞ্চলের আশপাশে একটি ‘বাফার জোন’ তৈরি করছে রাশিয়া। খারকিভের উত্তরে শুক্রবার ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। ওই দিন অঞ্চলটির ১০ (৬ মাইল) কিলোমিটারেরও বেশি এলাকায় প্রবেশ করে তারা। ফলে সেখানে অবস্থান নেয়া অসংখ্য ইউক্রেনীয় সেনারা বিশৃঙ্খল হয়ে পড়ে। যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ২৭ মাস ধরে এই লাইনে রুশ সেনাদের প্রতিরোধ করে রেখেছিল তারা।
কর্নেল-জেনারেল অলেক্সান্ডার সিরস্কি বলেছেন, এই হামলার কারণে যুদ্ধক্ষেত্রের বিস্তৃতি বেড়ে এখন প্রায় ৭০ কিলোমিটার হয়েছে। আমাদের সেনা মোতায়েনের অবস্থা দেখে নির্ধারিত সময়ের আগেই আক্রমণ শুরু করেছে রাশিয়া। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে প্রকাশ করা একটি বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, ‘একটি ভারী যুদ্ধ হতে যাচ্ছে নিশ্চিত এবং শত্রুরা সে প্রস্তুতি নিচ্ছে।’
যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অবস্থা অন্তত সে ইঙ্গিতই দিচ্ছে। ইউক্রেনের সেনা সঙ্কট ও কয়েক মাস ধরে দেশটিতে পশ্চিমাদের অস্ত্র সরবরাহ না আসায় যুদ্ধক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি করতে পারছে না ইউক্রেন। আর এই সুযোগ কাজে লাগিয়ে পূর্ব ইউক্রেনে ছোট ছোট এলাকা দখলের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতি করছে রুশ বাহিনী।
চীনে রাষ্ট্রীয় সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছিলেন, সীমান্তবর্তী অঞ্চলগুলোর সুরক্ষার জন্য ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে একটি ‘বাফার জোন’ তৈরি করছে রাশিয়া। তবে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ শহর দখল করার কথা জানিয়েছিলেন তিনি। এই অঞ্চলটি ‘বাফার জোন’ পরিকল্পনায়অন্তর্ভুক্ত নয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা