১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হিজবুল্লাহর হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার ইসরাইলের

-

গত ৭ মাস ধরে ইসরাইল-লেবানন সীমান্তে লেবাননভিত্তিক শিয়াপন্থী সশস্ত্র সামরিক গোষ্ঠী হিজবুল্লাহর সাথে সঙ্ঘাতের জেরে ইসরাইলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ত। তবে এই ক্ষয়ক্ষতি পুরোপুরি ‘বৃথা যায়নি’ বলেও দাবি করেছেন তিনি। গত শুক্রবার রাজধানী জেরুসালেমে এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে গ্যালান্ত বলেন, ‘হিজবুল্লাহর সাথে সঙ্ঘাতের জেরে যে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তা অস্বীকারের কোনো উপায় নেই এবং আমরা এটা বুঝতে পারি; কিন্তু যে গত কয়েক মাসে যতজনকে আমরা হত্যা করতে পেরেছি, সেই সাফল্যও তুচ্ছ নয়।’
গত ৭ অক্টোবর ইসরাইলের ভূখণ্ডে গাজার ক্ষমতাসীন স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলার পর ওই দিন থেকেই গাজায় আক্রমণ শুরু করে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আইডিএফ অভিযান শুরুর পর হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরাইল-লেবানন সীমান্ত থেকে উত্তর ইসরাইলের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ করে রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ।


আরো সংবাদ



premium cement