০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

তুরস্কের বাণিজ্য বন্ধে ইসরাইলের প্রতিশোধ

-

ইসরাইলের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সিদ্ধান্তের প্রতিশোধ নিয়েছে ইসরাইল। তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল এবং তুর্কিপণ্যের ওপর শতভাগ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়ে ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, তুরস্কের ওপর আমদানি শুল্ক বাড়ানো এরদোগানের জন্য একটি উপযুক্ত ইহুদিবাদী জবাব। বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দেন ।
মন্ত্রিসভার অনুমোদনের জন্য পরিকল্পনাটি পেশ করেছেন স্মোট্রিচ। তার এই পরিকল্পনায় ১৯৯৬ সালে স্বাক্ষরিত ইসরাইল-তুরস্ক মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের কথা রয়েছে। ২০০০ সালে মুক্ত বাণিজ্য চুক্তিটি সম্প্রসারণ করে তুরস্ক থেকে আমদানি করা সব পণ্যের জন্য শুল্ক এবং কর বাতিল করা হয়েছিল।
২০০৭ সাল নাগাদ ডিম, শাকসবজি, শুকনো টমেটো, কফি, বিভিন্ন রস (কমলা, লেবু, আপেল), বিয়ার, বিভিন্ন ধরনের বাদাম, শুকনো ডুমুর, এপ্রিকটসহ উল্লেখযোগ্য পরিমাণে কৃষিপণ্যকে আনা হয় এই চুক্তির আওতায়। শুল্ক কমিয়ে আনা হয় শূন্য শতাংশে। দুই দেশের মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের ফলে পূর্ববর্তী শুল্ক পুনরায় আরোপ করা হবে এবং তার সাথে যোগ হবে নতুন ১০০ শতাংশ শুল্ক।
এরদোগান যত দিন তুরস্কের ক্ষমতায় থাকবেন তত দিন এই শুল্ক বহাল থাকবে বলে জানিয়েছেন স্মোট্রিচ।


আরো সংবাদ



premium cement