১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
পুতিন বলেছেন, ইউক্রেনের সঙ্কট সমাধানে মস্কো সংলাপের জন্য তৈরি

পুতিন সমর্থন দিলেন চীনের ইউক্রেন শান্তি পরিকল্পনায়

-

ইউক্রেনের সঙ্কটের শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য চীনের প্রস্তাবিত পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এই সঙ্কটের পেছনে কী আছে বেইজিং তা পুরোপুরি বুঝতে পেরেছে বলে মন্তব্য করেছেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্টের চীন সফরে যাওয়ার আগে চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়াকে দেয়া এক সাক্ষাৎকারে পুতিন এসব কথা বলেন। বুধবার সাক্ষাৎকারটি প্রকাশ করেছে সিনহুয়া।
এতে পুতিন বলেছেন, দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেনের সঙ্কট সমাধানে রাশিয়া সংলাপ ও কথা বলার জন্য তৈরি আছে। চীনের পরিকল্পনা ও গত মাসে প্রেসিডেন্ট শি জিনপিং প্রকাশিত পরবর্তী ‘নীতিগুলো’ সঙ্ঘাতের পেছনের কারণগুলো বিবেচনা করেছে। সাক্ষাৎকারটি ক্রেমলিনের ওয়েবসাইটে রুশ ভাষায় প্রকাশিত হয়েছে। তাতে পুতিন বলেছেন, ‘ইউক্রেনের সঙ্কট সমাধানে চীনের দৃষ্টিভঙ্গির বিষয়ে আমাদের মূল্যায়ন ইতিবাচক। বেইজিংয়ের ওরা এর মূল কারণগুলো এবং এর বৈশ্বিক ভূরাজনৈতিক তাৎপর্য সত্যিকারভাবে বুঝতে পেরেছে।’
পরে প্রেসিডেন্ট শি জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সাথে আলাপের সময় যে অতিরিক্ত নীতিগুলো নির্ধারণ করেন সেগুলো ‘বাস্তবসম্মত ও গঠনমূলক পদক্ষেপ’ ছিল, এগুলোতে ‘স্নায়ুযুদ্ধকালীন মানসিকতা কাটিয়ে ওঠার প্রয়োজনীয়তার ধারণা বিকশিত হয়েছে বলে জানিয়েছেন পুতিন। এক বছরেরও বেশি সময় আগে বেইজিং ১২ দফার একটি প্রস্তাব পেশ করে ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য সাধারণ নীতিগুলো নির্ধারণ করেছিল।
ওই সময় রাশিয়া ও ইউক্রেন উভয়েই এই প্রস্তাব নিয়ে তেমন উৎসাহ দেখায়নি। আর যুক্তরাষ্ট্র বলেছিল, চীন নিজেকে একজন শান্তি স্থাপনকারী হিসেবে উপস্থাপন করছে কিন্তু তাদের ভাষ্যে রাশিয়ার ‘মিথ্যা বর্ণনা’ প্রতিফলিত হয়েছে এবং তারা রাশিয়ার আক্রমণের নিন্দা করতে ব্যর্থ হয়েছে। কিন্তু গত মাসে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই প্রস্তাবকে ‘আলোচনার জন্য মহান চীনা সভ্যতার প্রস্তাবিত যুক্তিসঙ্গত পরিকল্পনা’ বলে উল্লেখ করেছেন। ইউক্রেনের সঙ্কটকে রাশিয়া মস্কোর নিরাপত্তা উদ্বেগকে আমলে না নেয়া ‘সম্মিলিত পশ্চিমের’ বিরুদ্ধে লড়াই হিসেবে দেখে যারা ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ ঘটাচ্ছে এবং রাশিয়ার সীমান্তের কাছে সামরিক তৎপরতা চালাচ্ছে।


আরো সংবাদ



premium cement
শিবচরে শহীদ আব্দুল কাদের মোল্লার ১১তম শাহাদাত বার্ষিকী পালন প্রাথমিকের শিক্ষকদের পদোন্নতির বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে টিভি বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই কুয়াকাটায় সাবেক মেয়রের দুর্নীতির বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে যুবলীগের ২ নেতা গ্রেফতার বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ নাতনিকে অপহরণে বাধা দেয়ায় নানিকে হত্যার অভিযোগ, আহত ২ ট্রাম্পের শপথ অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্টকে আমন্ত্রণ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দণ্ডিত বিএনপি নেতা মিজানুরের জামিন সাবেক ৫ এমপির স্ত্রী-সন্তানসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০

সকল