১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দিল্লির ৪টি হাসপাতালকে ই-মেইলে বোমা হামলার হুমকি

-

ভারতের রাজধানী দিল্লির অন্তত চারটি হাসপাতাল মঙ্গলবার সকালে ইমেইলে বোমা হামলার হুমকি পেয়েছে। মাত্র সপ্তাহ দুই আগে দিল্লিসহ ভারতের আরো কয়েকটি বড় বড় নগরীর বেশ কয়েকটি স্কুলে বোমা হামলার হুমকি নিয়ে আতঙ্ক তৈরি হয়েছিল। দুই দিন আগে দিল্লির আরো কয়েকটি হাসপাতাল একই ধরনের ই-মেইল পেয়েছে।
যে চারটি হাসপাতাল মঙ্গলবার সকালে হুমকি পেয়েছে সেগুলো হলো : জিটিবি হসপিটালের কাছের দিল্লি স্টেট ক্যান্সার ইনস্টিটিউট, ডাবরির দাদা দেভ হসপিটাল, হেডগেওয়ার হসপিটাল এবং দীপ চাঁদ বন্ধু হসপিটাল। দিল্লি ফায়ার ডিপার্টমেন্ট থেকে বলা হয়, বোম স্কোয়াড এই চারটি হাসপাতাল প্রাঙ্গণে তল্লাশি অভিযান চালিয়েছে। তাদের সাথে প্রশিক্ষিত কুকুরও ছিল। প্রতিটি হাসপাতালের সামনে ফায়ার ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। হেডগেওয়ার হাসপাতালের নিরাপত্তা কর্মকর্তা ভি কে শর্মা বলেন, ‘পুলিশ ও বোম ডিসপোজাল স্কোয়াড তল্লাশি চালাচ্ছে। আমরা নিজেরাও দ্বিতীয়বার তল্লাশি করেছি। এখন পর্যন্ত সন্দেহজনক কিছু খুঁজে পাওয়া যায়নি।’
দিল্লি ও ন্যাশনাল ক্যাপিটাল রিজিঅনে (এনসিআর) গত ১ মে প্রায় ১০০ স্কুল বোমা হামলার হুমকিসংবলিত ই-মেইল পাওয়ার কথা জানিয়েছে। ওই ই-মেইল পাওয়ার পর স্কুল প্রশাসন ও অভিভাবকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
তার পর গত ৬ মে আহমেদাবাদের ছয়টি স্কুলেকে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়। এক কর্মকর্তা জানান, রাশিয়ার আইপি অ্যাড্রেসের সার্ভার থেকে ওই ই-মেইলগুলো পাঠানো হয়েছে। বোম ডিসপোজাল স্কোয়াড স্কুলগুলোতে তল্লাশি চালিয়ে সন্দেহ করার মতো কিছু খুঁজে পায়নি। গত রোববার দিল্লি বিমানবন্দর এবং বড় বড় কয়েকটি হাসপাতালসহ বেশ কিছু ঠিকানায় বোমা হামলার হুমকি দিয়ে একই ধরনের ই-মেইল পাঠানো হয়। পরে বোঝা যায় সেগুলো ভুয়া হুমকি ছিল। আর সোমবার জয়পুরের চারটি স্কুল একই ধরনের হুমকি পেলে শিক্ষার্থীদের সাথে সাথে বাড়িতে পাঠিয়ে দেয়া হয় এবং বোম স্কোয়াড ও প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়।


আরো সংবাদ



premium cement
গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন চিকিৎসা সুবিধায় ব্লকেড অতঃপর সমাচার সিদ্ধিরগঞ্জে জি এম কাদের-শামীম ওসমানসহ ১৪৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম চালিয়ে যেতে হবে ভারত-বাংলাদেশ সম্পর্ক : উত্তেজনার কারণ ও সমাধান উল্লাপাড়ায় বিয়ের অনুষ্ঠানে বর ও কনে পক্ষের সংঘর্ষে আহত ১০ প্রতিবন্ধীদের নিয়েই আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার তারেক রহমানের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠাই বুদ্ধিজীবী দিবসের অঙ্গীকার : ডা. ইরান ক্রান্তিকাল পার করছে চারকোল সেক্টর আল্লাহর আইন প্রতিষ্ঠা হলেই দেশে কল্যাণ প্রতিষ্ঠা হবে : অধ্যাপক মুজিবুর ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু, হাসপাতালে ৩১৬

সকল