১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দিল্লির ৪টি হাসপাতালকে ই-মেইলে বোমা হামলার হুমকি

-

ভারতের রাজধানী দিল্লির অন্তত চারটি হাসপাতাল মঙ্গলবার সকালে ইমেইলে বোমা হামলার হুমকি পেয়েছে। মাত্র সপ্তাহ দুই আগে দিল্লিসহ ভারতের আরো কয়েকটি বড় বড় নগরীর বেশ কয়েকটি স্কুলে বোমা হামলার হুমকি নিয়ে আতঙ্ক তৈরি হয়েছিল। দুই দিন আগে দিল্লির আরো কয়েকটি হাসপাতাল একই ধরনের ই-মেইল পেয়েছে।
যে চারটি হাসপাতাল মঙ্গলবার সকালে হুমকি পেয়েছে সেগুলো হলো : জিটিবি হসপিটালের কাছের দিল্লি স্টেট ক্যান্সার ইনস্টিটিউট, ডাবরির দাদা দেভ হসপিটাল, হেডগেওয়ার হসপিটাল এবং দীপ চাঁদ বন্ধু হসপিটাল। দিল্লি ফায়ার ডিপার্টমেন্ট থেকে বলা হয়, বোম স্কোয়াড এই চারটি হাসপাতাল প্রাঙ্গণে তল্লাশি অভিযান চালিয়েছে। তাদের সাথে প্রশিক্ষিত কুকুরও ছিল। প্রতিটি হাসপাতালের সামনে ফায়ার ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। হেডগেওয়ার হাসপাতালের নিরাপত্তা কর্মকর্তা ভি কে শর্মা বলেন, ‘পুলিশ ও বোম ডিসপোজাল স্কোয়াড তল্লাশি চালাচ্ছে। আমরা নিজেরাও দ্বিতীয়বার তল্লাশি করেছি। এখন পর্যন্ত সন্দেহজনক কিছু খুঁজে পাওয়া যায়নি।’
দিল্লি ও ন্যাশনাল ক্যাপিটাল রিজিঅনে (এনসিআর) গত ১ মে প্রায় ১০০ স্কুল বোমা হামলার হুমকিসংবলিত ই-মেইল পাওয়ার কথা জানিয়েছে। ওই ই-মেইল পাওয়ার পর স্কুল প্রশাসন ও অভিভাবকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
তার পর গত ৬ মে আহমেদাবাদের ছয়টি স্কুলেকে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়। এক কর্মকর্তা জানান, রাশিয়ার আইপি অ্যাড্রেসের সার্ভার থেকে ওই ই-মেইলগুলো পাঠানো হয়েছে। বোম ডিসপোজাল স্কোয়াড স্কুলগুলোতে তল্লাশি চালিয়ে সন্দেহ করার মতো কিছু খুঁজে পায়নি। গত রোববার দিল্লি বিমানবন্দর এবং বড় বড় কয়েকটি হাসপাতালসহ বেশ কিছু ঠিকানায় বোমা হামলার হুমকি দিয়ে একই ধরনের ই-মেইল পাঠানো হয়। পরে বোঝা যায় সেগুলো ভুয়া হুমকি ছিল। আর সোমবার জয়পুরের চারটি স্কুল একই ধরনের হুমকি পেলে শিক্ষার্থীদের সাথে সাথে বাড়িতে পাঠিয়ে দেয়া হয় এবং বোম স্কোয়াড ও প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়।


আরো সংবাদ



premium cement
খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল ‘শেখ হাসিনা আবার আসবে’ ঘূর্ণিঝড় চিডোর কারণে ফ্রান্সের মায়োটে সর্বোচ্চ সতর্কতা জারি ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে হাসিনা-আমুসহ ৩৯ জনের নামে ঝালকাঠি ও নলছিটিতে মামলার এজহার আইনজীবী আলিফ হত্যার কথা স্বীকার করেছেন রিপন দাশ খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ নেতা আশুতোষ চাকমা গ্রেফতার চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কুষ্টিয়ায় শিক্ষক সমাবেশ মেসির মতো অনন্য উচ্চতায় পৌঁছানো অসম্ভব না : ইয়ামাল রোববার তাপমাত্রা বাড়তে পারে

সকল