১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কাশ্মিরে নেতাকর্মীদের ধরপাকড়ের অভিযোগ ফারুক আবদুল্লাহর

-

ভারতের লোকসভা নির্বাচনে চতুর্থ ভোটের মধ্যে জম্মু ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ সোমবার অভিযোগ করেছেন, ভোটের আগে দুই দিন ধরে তার দলের নেতাকর্মীদের ধরপাকড় করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মির স্বাভাবিক রয়েছে বলে যে দাবি করছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন জম্মু ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থার লোকজন দুই দিন ধরে তার দলের নেতাকর্মীদের ধরপাকড় করছেন।
লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট চলাকালে সোমবার ফারুক আবদুল্লাহ এই অভিযোগ তুললেন। ছেলে ওমর আবদুল্লাহকে সাথে ভোট দেয়ার পর ফারুক আবদুল্লাহ সাংবাদিকদের কাছে জম্মু ও কাশ্মির স্বাভাবিক রয়েছে বলে নরেন্দ্র মোদির দাবি নিয়ে প্রশ্ন তোলেন। ফারুক আবদুল্লাহ বলেন, ‘এটি খুবই দুঃখজনক যে কাশ্মিরে কোনো সহিংসতা নেই এবং সবকিছু স্বাভাবিক রয়েছে বলে তারা দাবি করছেন। তবে আমি বলতে চাই, দুই দিন ধরে আমাদের দলের নেতাকর্মীদের ধরপাকড় করা হচ্ছে। অথচ তারা বলছেন, নির্বাচন শান্তিপূর্ণ ও মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।’
জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী বলেন, পরিস্থিতি যদি স্বাভাবিকই থাকে, তাহলে তার দলের নেতাকর্মীদের কেন আটক করা হচ্ছে। ফারুক আবদুল্লাহ বলেন, ‘আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাই, কেন আমাদের নেতাকর্মীদের ধরপাকড় করা হচ্ছে। তারা কি হারের ভয়ে ভীত? তারা পরাজিত হবে।’ ফারুক আবদুল্লাহর ছেলে ওমর আবদুল্লাহ দাবি করেন, প্রশাসন নির্বাচন প্রক্রিয়াকে কলুষিত করতে চায়।


আরো সংবাদ



premium cement
কুলাউড়ায় সরকারি জমিতে স্থাপনা গুঁড়িয়ে দিলো প্রশাসন ফিক্সিংয়ের অভিযোগে ফ্র্যাঞ্চাইজির মালিক প্রেম ঠাকুর গ্রেফতার ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের আরো ৫০ কোটি মার্কিন ডলারের সহায়তা ঘোষণা র‌্যাংকিংয়ে উন্নতি সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের পাকিস্তান টেস্ট দলের কোচের দায়িত্ব ছাড়লেন গিলেস্পি চৌগাছায় গৃহবধূ রাবেয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সিরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ৯০ শতাংশ ধ্বংস করার দাবি ইসরাইলের ইজতেমা ময়দানে সা’দপন্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা চেয়ে স্মারকলিপি প্রদান ‘শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন ক্যারিশম্যাটিক লিডার’ ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৪১ গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

সকল