০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`
গাজায় ইসরাইলের নির্বিচার হামলা

যুক্তরাষ্ট্রে সমাবর্তন অনুষ্ঠান থেকে বেরিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

ভার্জিনিয়ার বিশ্ববিদ্যালয়ে গভর্নরের বক্তৃতার সময় শিক্ষার্থীদের ওয়াক আউট : ইন্টারনেট -


যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী তাদের সমাবর্তন অনুষ্ঠান থেকে বের হয়ে গিয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ দেখিয়েছেন। গত শনিবার ভার্জিনিয়া অঙ্গরাজ্য গভর্নর বক্তব্য দেয়ার সময় শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে যায়। ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরাইলের নির্বিচার হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ চলছে। মধ্য এপ্রিল থেকে শুরু হওয়া এসব প্রতিবাদ থেকে দুই হাজার জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

ওই বিশ্ববিদ্যালয়ের অনেকগুলোতে এখন সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। শনি ও রোববারের এ অনুষ্ঠানগুলোতে গাজা যুদ্ধ নিয়ে চলা প্রতিবাদের প্রভাব পড়তে পারে বলে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা আশঙ্কা করছিলেন। শনিবার সামাজিক মাধ্যমে করা পোস্টগুলোতে দেখা গেছে, ভার্জিনিয়ার রিপাবলিকান গভর্নর গ্লেন ইয়াংকিন তার বক্তব্য শুরু করার পর ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের (ভিসিইউ) ক্যাপ ও গাউন পরা বহু শিক্ষার্থী হলরুম ছেড়ে বের হয়ে যাচ্ছেন।

কিছু শিক্ষার্থী সমাবর্তন অনুষ্ঠানের বক্তা হিসেবে ইয়াংকিনকে বেছে নেয়ার সমালোচনা করেছেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভকারীদের শিবির গড়তে দেয়া উচিত নয় বলে মন্তব্য করেছিলেন গভর্নর ইয়াংকিন। সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ভিসিইউয়ের কিছু প্রতিবাদকারী ‘প্রকাশ কর, ছিন্ন কর- আমরা থামব না আমরা বিশ্রাম নেবো না’ বলে সে্লাগান দিচ্ছে। যুক্তরাষ্ট্রজুড়ে প্রতিবাদরত শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি ইসরাইলের সাথে আর্থিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানাচ্ছে।

ভিসিইউয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সেরিন হাদ্দাদ এ প্রতিবাদ সংগঠিত করতে সহায়তা করেছেন; তিনি বলেছেন, লোকজন এত জোরে হাততালি দিচ্ছিল যে দর্শকদের একাংশ ইয়াংকিনের বক্তব্য শুনতেই পায়নি। হাদ্দাদ জানান, প্রায় দেড়শ জনের মতো শিক্ষার্থী অনুষ্ঠানস্থলের বাইরে মিছিল করেছে, সমাবর্তন থেকে বের হয়ে যাওয়া শিক্ষার্থীরাও মিছিলে ছিল। ২৯ এপ্রিল ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিবাদকারীদের শিবিরে অভিযান চালিয়েছিল পুলিশ। তখন তারা ছয় শিক্ষার্থীসহ ১৩ জনকে গ্রেফতার ও ক্যাম্পাসে গাড়া শিবিরের তাঁবুগুলো খুলে নিয়ে যায়।

প্রতিবাদকারী শিক্ষার্থীরা বের হয়ে যাওয়ার পরও ইয়াংকিনের বক্তব্য পরিকল্পনা মতোই শেষ হয়। পরে তিনি সামাজিক মাধ্যমে এক পোস্টে স্নাতক শিক্ষার্থীদের অভিনন্দন জানালেও প্রতিবাদের বিষয়ে কোনো মন্তব্য করেননি। শনিবার ক্যালিফোর্নিয়ার বার্কলে বিশ্ববিদ্যালয়েও সমাবর্তন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর ক্যারল ক্রাইস্ট প্রতিবাদকারীদের কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের কথা উল্লেখ করে অনুষ্ঠান উদ্বোধন করেন।
‘আমি দুঃখিত যে কিভাবে এই সঙ্ঘাত (গাজা যুদ্ধ) শিক্ষার্থী, ফ্যাকাল্টি সদস্য ও কর্মীদের বিভক্ত করে ফেলেছে,’ তিনি এমনটি বলেছেন বলে তাকে উদ্ধৃত করে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস টাইমস। অনুষ্ঠান চলাকালে প্রায় ২০ জনের মতো শিক্ষার্থী উঠে দাঁড়িয়ে ফিলিস্তিনি পতাকা দুলিয়ে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ বলে সে্লাগান দেয়, পরে তাদের সাথে আরো শিক্ষার্থী যোগ দেয় বলে স্যান ফ্রান্সিসকো ক্রনিকল জানিয়েছে।

 


আরো সংবাদ



premium cement