নাইজেরিয়ায় অস্ত্রের মুখে শতাধিক মানুষকে অপহরণ
- বিবিসি
- ১৩ মে ২০২৪, ০০:০০
উত্তর-পশ্চিম নাইজেরিয়ার তিনটি গ্রামে শতাধিক মানুষকে অপহরণ করেছে বন্দুকধারীরা। গত শুক্রবার রাতে এই অপহরণের ঘটনা ঘটে। গতকাল শনিবার একজন জেলা প্রধান এবং বাসিন্দারা এ তথ্য জানিয়ে বলেছেন, সর্বশেষ অপহরণের ঘটনায় ওই অঞ্চলে নিরাপত্তাহীনতায় ভুগছেন বাসিন্দারা। নাইজেরিয়ার উত্তর-পশ্চিমে প্রায়ই ঘটছে অপহরণের ঘটনা। অস্ত্রধারীরা গ্রাম, মহাসড়ক ও স্কুল থেকে মানুষকে অপহরণ করে এবং তাদের আত্মীয়দের কাছ থেকে মুক্তিপণের টাকা দাবি করে আসছে। এসব ঘটনায় স্থানীয় বাসিন্দারা ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জামফারার বিরনিন-মাগাজি স্থানীয় সরকারের জেলা প্রধান আলহাজি বালা বলেন, বন্দুকধারীরা গোরা, মাদোমাওয়া ও জাম্বুজু গ্রামে হামলা চালিয়েছে। এ সময় তারা ৩৮ জন পুরুষ ও ৬৭ জন নারী-শিশুকে অপহরণ করেছে। অপহৃতদের সংখ্যা এর চেয়ে বেশি হতে পারে বলেও জানিয়েছেন তিনি। অপহরণকারীরা সবচেয়ে বেশি আক্রমণ চালায় জামফারা এলাকায় এবং অপহরণের পর জঙ্গলের ভেতর নিজেদের ক্যাম্পে চলে যায়। নাইজেরিয়ার সামরিক বাহিনী অপহরণকারীদের কয়েকটি শিবিরে বোমা হামলা চালিয়েছে তবে এতেও বন্ধ হয়নি অপহরণ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা