১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চাঁদের কক্ষপথে পাকিস্তানের প্রথম স্যাটেলাইট

-

চাঁদের কক্ষপথে পৌঁছে গেছে পাকিস্তানের প্রথম চন্দ্র-উপগ্রহ আই-কিউব কামার। সেখান থেকে চাঁদের ছবিও তুলে পাঠিয়েছে উপগ্রহটি। এভাবে চাঁদের প্রথম নিজস্ব ছবি হাতে পেয়েছে পাকিস্তান। শুধু চাঁদ নয়, কক্ষপথে দাঁড়িয়ে সূর্যের ছবিও তুলে পাঠিয়েছে আই-কিউব কামার। কিছু দিন আগে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছিল চীনের চ্যাং-৬। এই অভিযানের সাথেই চাঁদের উদ্দেশে দেশের প্রথম চন্দ্র-উপগ্রহ পাঠিয়েছে পাকিস্তান। ৮ মে ওই উপগ্রহকে চাঁদের কক্ষপথে নামিয়ে আরো দূরে পাড়ি দিয়েছে চ্যাং-৬। চাঁদের কক্ষপথে থেকে নিজের কাজ করে চলেছে আই-কিউব কামার।
৮ এবং ৯ মে তারিখের মধ্যে পাকিস্তানের স্যাটেলাইট যে ছবিগুলো তুলেছে, তাতে চন্দ্রপৃষ্ঠের একাধিক ছবি দেখা গেছে। সেখানকার গর্ত, রুক্ষ মাটির খুঁটিনাটি ধরা পড়েছে তার ক্যামেরায়। একটি ছবিতে চাঁদের সাথে একই ফ্রেমে ধরা দিয়েছে সূর্যও। ওই ছবিটি নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে বিজ্ঞানী মহলে। পাকিস্তানের ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজি (আইএসটি) দেশের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো এবং চীনের সাংহাই বিশ্ববিদ্যালয়ের সাথে হাত মিলিয়ে এই কৃত্রিম উপগ্রহটি তৈরি করেছে।
এই উপগ্রহের প্রাথমিক লক্ষ্য চাঁদকেন্দ্রিক বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তির উন্নয়ন এবং মহাকাশ-সংক্রান্ত অনুসন্ধানে দেশের বিভিন্ন শিক্ষামূলক উদ্যোগকে ত্বরান্বিত করা। আই-কিউব কামার যে ছবিগুলো পাঠিয়েছে, তা আগামী দিনে পাকিস্তানের চাঁদকেন্দ্রিক গবেষণায় কাজে লাগবে। চাঁদের কক্ষপথে আপাতত তিন থেকে ছয় মাস পর্যন্ত থেকে গবেষণা চালিয়ে যাওয়ার কথা আই-কিউব কামারের। চাঁদকে প্রদক্ষিণ করতে করতে সেটি বিভিন্ন তথ্য সংগ্রহ করবে। পাকিস্তান এর আগে চাঁদের কাছাকাছি কোনো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠায়নি। ফলে এই অভিযান তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চাঁদের মাধ্যাকর্ষণ বলের আওতায় প্রবেশ করেছে চীনের চ্যাং-৬। জুনের প্রথম দিকে চাঁদের দক্ষিণ মেরুতে একটি অংশে অবতরণ করবে সেটি।


আরো সংবাদ



premium cement
হালাল পণ্যের বাজার প্রসারে বাংলাদেশের সাথে কাজ করবে মালয়েশিয়া শমী কায়সারের জামিন স্থগিত দেড় যুগ পর সিলেটে জামায়াতের কর্মী সম্মেলন কাল হালাল পণ্যের বাজার প্রসারে একসাথে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া ৫ বছর পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি জিতল জিম্বাবুয়ে জাহিদ-পলক-আজমসহ ৬ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলা দেশে এলো ইউক্রেন থেকে আমদানি করা গম চঞ্চলকে ‘গৃহবন্দী’ করার খবরে তোলপাড় ভারতে, অভিনেতা জানালেন ‘পুরোটাই মিথ্যা’ সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ ১ দিনের রিমান্ডে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মুজিবর, সম্পাদক মফিজুর রহমান যশোরের শার্শায় ৩০০ বিঘা সরকারি জমি উদ্ধার

সকল