নতুন প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করলেন পুতিন
- রয়টার্স
- ১১ মে ২০২৪, ০০:০০
রাশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনকে আবারো দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমায় এ প্রস্তাব দেন তিনি। শুক্রবার দুমার স্পিকার এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়, মিশুস্তিনকে নতুন সরকারের প্রধানমন্ত্রী করার প্রস্তাবটির দুমার অনুমোদন পাওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত। কারণ রাশিয়ার পার্লামেন্টে বিরোধী শক্তি নেই বললেই। পুতিন তার সব সিদ্ধান্তেই পার্লামেন্টের সমর্থন পেয়ে থাকেন।
রাশিয়ার আইন অনুসারে, আগের মেয়াদের সরকার পুতিনের উপস্থিতিতে পদত্যাগ করে। এর পরপরই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেয়া এক পোস্টে দুমার স্পিকার ভ্যাচেস্লাভ ভলোদিন লিখেছেন, মিখাইল মিশুস্তিনকে সরকারের চেয়ারম্যান পদে নিযুক্ত করার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি প্রস্তাব দুমায় জমা দিয়েছেন। এর আগে, ২০২০ সালের জানুয়ারিতে তৎকালীন প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের জায়গায় ৫৮ বছর বয়সী মিশুস্তিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন পুতিন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা