তুর্কি অভিযানে ১৭ কুর্দি বিদ্রোহী নিহত
- রয়টার্স
- ১১ মে ২০২৪, ০০:০০
ইরাক ও সিরিয়ার উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) ১৭ যোদ্ধাকে হত্যা করেছে তুর্কিয়ে বাহিনী। শুক্রবার এই তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলের গারা ও হাকুর্কের বিভিন্ন এলাকায় ১০ জন কুর্দি যোদ্ধাকে হত্যা করেছে তুর্কিয়ে বাহিনী। এই এলাকায় ‘ক্লো-লক অপারেশন’র অধীনে প্রায়ই আন্তঃসীমান্ত অভিযান চালায় তুর্কিয়ে সামরিক বাহিনী।
মন্ত্রণালয়টি আরো জানিয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলের দু’টি জায়গা থেকে আরো সাত জন কুর্দি যোদ্ধাকে হত্যা করেছে তারা। এখানে এর আগেও হামলা চালিয়েছে তুরস্ক। ১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ চালাচ্ছে পিকেকে। এই সংগঠনটি তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মদদপুষ্ট একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা