ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় রাশিয়ার ব্যাপক বিমান হামলা
- রয়টার্স
- ০৯ মে ২০২৪, ০০:০৫
ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার সকালে তিনটি সোভিয়েত যুগের তাপবিদ্যুৎ কেন্দ্রেসহ দেশটির প্রায় এক ডজন স্থাপনায় এ হামলা চালানো হয়েছে। কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে সেগুলো।
ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, রাশিয়ার ছোড়া ৫৫টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৩৯টি এবং ২১টি ড্রোনের মধ্যে ২০টিই ভূপাতিত করেছে তারা। ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলা শুরুর পর থেকে দেশটির বিদ্যুৎ স্থাপনায় হওয়া সবচেয়ে বড় রুশ হামলার ঘটনা এটি। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ইউক্রেনের জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো বলেছেন, ‘আমাদের বিদ্যুৎখাতে আবার ব্যাপক হামলা হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা