ভারতের ৪ রাজ্যে তাপপ্রবাহের দাপট
- আনন্দবাজার
- ০৮ মে ২০২৪, ০০:০৫
কালবৈশাখী আর বৃষ্টির জেরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অধিকাংশ জেলা তাপপ্রবাহ থেকে মুক্তি পেলেও, দেশটির চার রাজ্যে দাপটের সাথেই চলছে তাপপ্রবাহ। তার মধ্যে রয়েছে গুজরাট, রাজস্থান, তামিলনাড়ু ও কর্নাটক। তীব্র গরমে পুড়ছে দিল্লিও। সেখানে মঙ্গলবার তাপমাত্রা ছুঁয়েছে ৪২ ডিগ্রি।
এই মৌসুমে দিল্লিতে রোববার তাপমাত্রা ছিল সবচেয়ে বেশি। ৪১.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সেই তাপমাত্রাও ছাড়িয়ে গেল।
আবহাওয়া ভবন আগেই সতর্কবার্তা দিয়েছিল, এবার তাপপ্রবাহের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি হবে বেশ কয়েকটি রাজ্যে। মে মাসে তাপপ্রবাহের সংখ্যা বাড়বে। পূর্ব ও দক্ষিণ ভারতের একাংশে এপ্রিলের মাঝামাঝি থেকে তাপপ্রবাহের দাপট শুরু হয়। ধীরে সেই তাপপ্রবাহ মধ্য, উত্তর-পশ্চিম ও উত্তর ভারতের সমতল অঞ্চলেও ছড়িয়ে পড়ে। পূর্ব ভারতের একাংশে তাপপ্রবাহের দাপট কমলেও দেশের বাকি অংশে কিন্তু এই পরিস্থিতি বজায় রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা