১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
পশ্চিমা রাষ্ট্রগুলোর সরাসরি সম্পৃক্ততায় হুঁশিয়ারি

পশ্চিমারা জড়ালে ইউক্রেন যুদ্ধ তীব্রতর করতে পারে রাশিয়া

রাশিয়ার ড্রোন হামলায় খারকিভের একটি কারখানায় আগুন ধরে যায়। সে আগুন নেভাতে কাজ করছেন স্থানীয় দমকলকর্মীরা : ইন্টারনেট -

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর এই রকম মন্তব্য, যাতে এমন ইঙ্গিত পাওয়া, যায় যে রাশিয়ার দখল করা অঞ্চলে ইউক্রেনের আক্রমণে তাদের দেশ সরাসরি সম্পৃক্ত হতে পারে একে ক্রেমলিন ‘বিপজ্জনক’ মন্তব্য বলে আখ্যায়িত করেছে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘ইউক্রেনের সঙ্ঘাতকে নিয়ে এ হচ্ছে সরাসরি উত্তেজনা বৃদ্ধি যা ইউরোপীয় নিরাপত্তার ক্ষেত্রে বস্তুতে গোটা ইউরোপের নিরাপত্তার স্থাপত্যের ওপর, সম্ভাব্য বিপদ ডেকে আনতে পারে।’
তিনি বলেন, ‘এই আনুষ্ঠানিক বিবৃতিতে আমরা দেখতে পাচ্ছি বিপজ্জনকভাবে উত্তেজনা বৃদ্ধির প্রবণতা। এটা হচ্ছে আমাদের উদ্বেগের কারণ।’ এই ব্রিফিং এ রুশ পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্রী মারিয়া জাকারোভা বলেন, ‘এই প্রথমবার একজন পশ্চিমা রাজনীতিক পরিষ্কারভাবে স্বীকার করলেন এমন কথা যা বিশ্বের বেশির ভাগ লোকের জন্য জানা গোপন কথা যে পশ্চিম ইউক্রেনের হাত দিয়ে রাশিয়ার বিরুদ্ধে প্রচ্ছন্ন যুদ্ধ চালাচ্ছে।
তিনি আরো বলেন, ব্রিটিশ অস্ত্র দিয়ে ইউক্রেন যদি রাশিয়ার অঞ্চলে আঘাত হানে তাহলে রাশিয়া এর জবাব দেবে।
কিয়েভে এক সফরের সময়ে ক্যামেরন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, যে আত্মরক্ষার্থে আঘাত হানার অধিকার ইউক্রেনের আছে। তিনি বলেন, ‘ঠিক যেমন রাশিয়া ইউক্রেনের ভেতরে আঘাত হানছে, আপনিতো আজ সহজেই বুঝতে পারেন ইউক্রেন কেন এ ব্যাপারে নিশ্চিত হতে চাইছে যে তারা নিজেদের প্রতিরক্ষার প্রয়োজনীয়তা অনুভব করছে।
ক্যামেরন, ‘যত দিন লাগে তত দিন অবধি ইউক্রেনকে বছরে সামরিক সহায়তা বাবদ ৩৭০ কোটি ডলার প্রদানের প্রতিশ্রুতি দেন এবং বলেন রাশিয়ার ভেতরে ব্রিটিশ অস্ত্র ব্যবহারে লন্ডনের কোনো আপত্তি নেই। আরেকটি পৃথক সাক্ষাৎকারে বৃহস্পতিবার, ম্যাক্রোঁ তার আগেকার কথার পুনরাবৃত্তি করে বলেন তিনি ইউক্রেনে সৈন্য পাঠানোর বিষয়টি বাদ দিচ্ছেন না। রাশিয়া বলছে, এই পদক্ষেপ এই সঙ্ঘাতে প্রত্যক্ষ ও বিপজ্জনকভাবে উত্তেজনা বৃদ্ধি পাবে।


আরো সংবাদ



premium cement
স্বাধীনতা যুদ্ধের সঠিক, প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার জামায়াত নেতা ড. তাহের সম্পর্কে সাংবাদিক ইলিয়াসের মন্তব্যের প্রতিবাদ গাজীপুরে নতুন ট্রেন ও অসমাপ্ত বিআরটি লেনে বিআরটি বাস সার্ভিসের উদ্বোধন বেনজীর ও মতিউরের বিরুদ্ধে দুদকের ৬ মামলা ছিনতাই রোধে রাজধানীতে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাথে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ জামায়াতের একজন নেতাও মানবতাবিরোধী অপরাধ করেনি: ড. মাসুদ মালয়েশিয়ায় বেতন না পেয়ে কোম্পানির অফিস ঘেরাও-অবরোধ, যা বলল বাংলাদেশ দূতাবাস সংস্কার বা পরিবর্তন সবকিছু শুরু হয়েছিল বিএনপির হাত ধরেই : মির্জা ফখরুল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ৩৭৩

সকল