১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফিলিস্তিনকে ফিলিস্তিনিদের কাছে ফিরিয়ে দিতে হবে : খামেনি

-

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ফিলিস্তিনকে ফিলিস্তিনি জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। ফিলিস্তিনি শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পর তারা সিদ্ধান্ত নেবে ইসরাইলের সাথে তাদের করণীয় কী।
বুধবার শিক্ষক দিবসে ইরানের হাজার হাজার শিক্ষক ও বুদ্ধিজীবীদের নিয়ে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
খামেনি বলেন, কেউ কেউ মনে করে এই পদক্ষেপের মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যাবে। যদিও ইসরাইল ও পার্শ্ববর্তী আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক হলেও সমস্যার সমাধান তো হবেই না, বরং সমস্যাটি ইসরাইলি অপরাধের ব্যাপারে চোখ বন্ধ করে রাখা সরকারগুলোর দিকেই পরিচালিত হবে। ওই সমাবেশে তিনি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে ফিলিস্তিনি জাতির সমর্থনে বিক্ষোভ ছড়িয়ে পড়ার ঘটনাকে বিশ্বজনমতে গাজা ইসুটি অগ্রাধিকার পাওয়ার প্রমাণ বলে উল্লেখ করেন।
তিনি বলেন, বিষয়টি সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, গাজার জনগণকে হত্যা করার মতো ক্ষমার অযোগ্য অপরাধের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের সহযোগী। তাদের আপাতদৃষ্টিতে সহানুভূতিশীল কিছু কথাও পুরোপুরি মিথ্যা। তাই ইসলামী প্রজাতন্ত্রের মার্কিন বিরোধী অবস্থান এবং আমেরিকার সরকারের প্রতি ইরানের আস্থা রাখতে না পারার কারণ প্রমাণিত হয়েছে। খামেনি বলেন, যতদিন পর্যন্ত ফিলিস্তিনকে তাদের মালিকদের কাছে ফিরিয়ে দেয়া হবে না, ততদিন পশ্চিম এশিয়ার সমস্যার সমাধান হবে না। ইসরাইলের অস্তিত্বকে আরো ২০-৩০ বছরও যদি এভাবে টিকিয়ে রাখার চেষ্টা করা হয়... যদিও সেটি সম্ভব হবে না ইনশা আল্লাহ। তারপরও এই সমস্যার সমাধান সম্ভব নয়।


আরো সংবাদ



premium cement
ঘন কুয়াশায় কমেছে, গাড়ির গতি আরো বিস্তৃত শৈত্যপ্রবাহ খুব দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হবে ভারতের সাথে ভালো সম্পর্ক চাই তবে দু’পক্ষের স্বার্থের ভিত্তিতে : পররাষ্ট্র উপদেষ্টা ভারত কখনো চায়নি বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের টানা ক্লাস ও পরীক্ষা বর্জন আরাকান আর্মি ধরে নেয়ার এক মাসেও ফেরেনি উখিয়ার ৪ যুবক হজযাত্রীর কোটা বাকি এখনো ৭১ হাজার মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলে ঠিকাদার নীতির পরিবর্তন চায় বাংলাদেশ আ’লীগ সংখ্যালঘুদের ঢাল বানিয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা করছে ২ জেলায় ২ জন নিহত দায়িত্ব শেষে সম্মানের সাথে বিদায় নিতে চাই : আইজিপি

সকল