১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যুক্তরাষ্ট্রে আসামি ধরতে গিয়ে ৪ পুলিশ কর্মকর্তা নিহত

-

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লটে গোলাগুলির এক ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর চার কর্মকর্তা নিহত এবং আরো চারজন আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার তারা গ্রেফতারি পরোয়ানা নিয়ে শার্লটের এক বাড়িতে এক পলাতক আসামিকে ধরতে গেলে এ ঘটনা ঘটে। শার্লট-মেকলেনবার্গ পুলিশ বিভাগ জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বাড়িটিতে হাজির হওয়ার সাথে সাথেই ওই ব্যক্তি তাদের দিকে গুলি চালান। এ সময় পাল্টা গুলিতে তিনি নিহত হন। কিন্তু ওই বাড়ির ভেতর থেকে আরো গুলি ছোড়া হয়।
প্রায় তিন ঘণ্টা ধরে অচলাবস্থা চলার পর আরো দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেনকে ঘটনাটি জানানোর পর তিনি নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের গভর্নর রয় কুপারের সাথে টেলিফোনে কথা বলেছেন। শার্লট-মেকলেনবার্গ পুলিশ বিভাগের প্রধান জনি জেনিংস সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে জানান, যে চারজন কর্মকর্তা নিহত হয়েছেন, তাদের মধ্যে তিনজন ইউএস মার্শালস টাস্ক ফোর্সের সদস্য, যা একাধিক সংস্থার কর্মকর্তাদের নিয়ে গঠিত। চতুর্থজন শার্লট-মেকলেনবার্গ পুলিশ বিভাগে ছিলেন।


আরো সংবাদ



premium cement

সকল