পাকিস্তানে চীনা প্রকৌশলীদের হত্যায় গ্রেফতার ৪
- জিয়ো নিউজ
- ০১ মে ২০২৪, ০০:০৫
ভয়াবহ আত্মঘাতী হামলা চালিয়ে পাঁচ চীনা প্রকৌশলীকে হত্যার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে হামলার কমান্ডারসহ চারজনকে গ্রেফতার করেছে পাকিস্তান পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিডি) পেশোয়ার শাখা। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে সোমবার এক বিবৃতি জানিয়েছে সিটিডি পেশোয়ার।
এর আগে এপ্রিলের শুরুর দকে একই অভিযোগে ১০ জনেরও বেশি সন্দেহভাজনকে গ্রেফতার করেছিল সিটিডি পেশোয়ার। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে সোমবারের বিবৃতিতে। গ্রেফতারদের সবাই পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্য।
গত ২৬ মার্চ খাইবার পাখতুনখাওয়ার শাংলা উপজেলার বিশাম শহরের কারাকোরাম হাইওয়েতে চীনা প্রকৌশলীদের বহনকারী গাড়িকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালান এক নারী।