পাকিস্তানে উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার
- জিয়ো নিউজ
- ৩০ এপ্রিল ২০২৪, ০০:০৫
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশটির মন্ত্রিপরিষদ বিভাগ তাকে এ পদে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। ইসহাক দার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফের মেয়ে আসমা নওয়াজের শ্বশুর।
উপ-প্রধানমন্ত্রী হিসেবে ইসহাক দারের নিয়োগের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সোমবার এক বিবৃতিতে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীর তথ্যবিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার মুহাম্মদ আলী সাইফ বলেছেন, নওয়াজ শরিফ পরিবারের সদস্যদের মধ্যে জাতীয় গুরুত্বপূর্ণ পদগুলো বণ্টন করছেন। গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনের পর পাকিস্তানে পিএমএল-এনের নেতৃত্বে জোট সরকার গঠিত হলে পররাষ্ট্রমন্ত্রী হন ৭৩ বছর বয়সী ইসহাক দার।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন সরকারের দায়িত্ব নেয়ার পর বিদেশী বিনিয়োগ টানার পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অর্থ ছাড় করতে নতুন একটি চুক্তিতে পৌঁছানোর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে ইসহাক দারকে। পরে তাকে উপ-প্রধানমন্ত্রী করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা