১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইউরোপে চীনের গুপ্তচরবৃত্তি বৃদ্ধির অভিযোগ

প্রত্যাখ্যান বেইজিংয়ের
-

জার্মানি, ব্রিটেনসহ পশ্চিম ইউরোপের দেশগুলোতে চীনের গুপ্তচরবৃত্তি বেড়েছে বলে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ অভিযোগ করছে। তবে চীন এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। গত মঙ্গলবার জার্মানির কৌঁসুলিরা আসন্ন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন নিয়ে চীনা গোয়েন্দাদের তথ্য দেয়ার সন্দেহে জিয়ান জি নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তিনি ইইউ নির্বাচনে জার্মানির উগ্র ডানপন্থী দল এএফডির শীর্ষ প্রার্থী মাক্সিমিলিয়ান ক্রাহর একজন সহকারী।

ক্রাহ বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে তিনি জিয়ান জির সাথে কাজ করা বন্ধ করে দিবেন। জিয়ান জি ব্রাসেলস ও জার্মানির ড্রেসডেনে কাজ করেন। তিনি জার্মানিতে থাকা চীনের বিরোধী কর্মীদের ওপরও নজর রাখতেন বলে কৌঁসুলিরা জানিয়েছেন। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্যাজা বলেছেন, জিয়ান জির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সেটি হবে ভেতর থেকে ইউরোপের গণতন্ত্রের ওপর হামলা। রাশিয়া ও চীনের গুপ্তচরবৃত্তি বাড়ায় জার্মানিও কাউন্টার গুপ্তচরবৃত্তি বাড়িয়েছে বলে জানান তিনি।
বেইজিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন ইউরোপে চীনের গুপ্তচরবৃত্তির অভিযোগকে ‘হাইপ’ বলে উল্লেখ করেছেন। এ ছাড়া এটি ‘চীনকে অসম্মান ও দমন করার উদ্দেশ্যে’ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ দিকে সোমবার জার্মানির বিচার মন্ত্রণালয় জানায়, বেইজিংয়ের নৌবাহিনীর ব্যবহারের জন্য প্রযুক্তি জোগাড় করতে চীনের গোয়েন্দা সংস্থার সাথে কাজ করার অভিযোগে তিন জার্মান নাগরিককে গ্রেফতার করা হয়েছে। বার্লিনে চীনের দূতাবাস এই অভিযোগ অস্বীকার করেছে।

একই দিন যুক্তরাজ্যে দুই ব্যক্তির বিরুদ্ধে চীনের হয়ে গোয়েন্দাগিরি করার অভিযোগ গঠন করা হয়। তাদের একজন শাসক দল কনজারভেটিভ পার্টির গুরুত্বপূর্ণ নেতার সাথে কাজ করতেন। লন্ডনে বেইজিংয়ের দূতাবাস ব্রিটেনের গোয়েন্দা তথ্য চুরির এই অভিযোগ ‘সম্পূর্ণ বানোয়াট’ বলে মন্তব্য করেছে। এর আগে গত ২৫ মার্চ ব্রিটেন অভিযোগ করেছিল, চীনা হ্যাকারেরা বেইজিংয়ের সমালোচনা করা ব্রিটিশ সংসদ সদস্যদের ইমেইল হ্যাক করার চেষ্টা করেছে। নির্বাচনী সংস্থা হ্যাক করে কোটি কোটি মানুষের তথ্য চুরির পেছনেও চীন জড়িত বলে অভিযোগ ব্রিটেনের।
১৮ এপ্রিল নেদারল্যান্ডসের সামরিক গোয়েন্দা সংস্থা এমআইভিডি তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছিল, বেইজিংয়ের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে চীনের গোয়েন্দারা ডাচ সেমিকন্ডাক্টর, এয়ারোস্পেস ও ম্যারিটাইম শিল্পকে লক্ষ্য করেছিল। ‘পশ্চিমা বিশ্বের জ্ঞান ও প্রযুক্তি ওপর থেকে নির্ভরতা কমাতে চায় চীন।

 


আরো সংবাদ



premium cement
দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক আন্দোলনে তারেক রহমানের সংহতি প্রকাশ সাবেক ছাত্রলীগ নেত্রী নদী গ্রেফতার সিরিয়ার নতুন সরকারের সাথে যোগাযোগ রাশিয়ার সিরিয়ার নতুন শাসকদের প্রতি হিজবুল্লাহপ্রধানের আহ্বান ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ

সকল