ইরাকের গ্যাসক্ষেত্রে হামলায় নিহত ৪
- রয়টার্স
- ২৮ এপ্রিল ২০২৪, ০০:০৫
ইরাকের কুর্দিস্তান অঞ্চলে খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলায় বিদেশী চার শ্রমিক নিহত হয়েছেন। গত শুক্রবার এ হামলার ঘটনাটি ঘটেছে বলে কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা জানিয়েছেন। ওই উপদেষ্টা ও কুর্দিস্তানের এক সিনিয়র রাজনীতিক জানিয়েছেন, হামলার পর থেকে গ্যাসক্ষেত্রটিতে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। এক বিবৃতিতে কুর্দিস্তান অঞ্চলের সরকার জানিয়েছে, হামলায় নিহত বিদেশী ওই চার শ্রমিক ইয়েমেন থেকে এসেছিলেন।
ইরাকের প্রেসিডেন্ট আবদুল লতিফ রশিদ শনিবার সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ‘এ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে এবং স্থানীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা