১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইউরোপকে যুক্তরাষ্ট্রের প্রভাবমুক্ত করার আহ্বান মাক্রোঁর

-

ইউরোপকে সামরিকভাবে আরো শক্তিশালী, সমন্বিত এবং যুক্তরাষ্ট্রের প্রভাবমুক্ত করার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। নয়তো ‘ইউরোপের মৃত্যু ঘটতে পারে’ বলে সতর্ক করেছেন তিনি। বিশ্বে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দৃঢ় অবস্থান সম্পর্কে মাক্রোঁ তার সুদূরপ্রসারী পরিকল্পনার রূপরেখা তুলে ধরে এ কথা বলেন।
বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের ভাষণে তিনি আরো বলেন, ‘এই মহাদেশকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল হওয়া চলবে না। ইউরোপের মৃত্যু ঘটার ঝুঁকি আছে। এই ঝুঁকি মোকাবেলা করার প্রস্তুতি ইউরোপের নেই।’ সতর্ক করে তিনি বলেন, সামরিক, অর্থনৈতিক ও অন্যান্য চাপ ২৭-জাতির ইউরোপীয় ইউনিয়নকে দুর্বল এবং টুকরো টুকরো করে দিতে পারে।

 


আরো সংবাদ



premium cement