১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সীমান্ত শহর থেকে মিয়ানমারের বিদ্রোহী যোদ্ধাদের প্রত্যাহার

-

মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সেনাদের পাল্টা আক্রমণের মুখে থাইল্যান্ড সীমান্তের একটি গুরুত্বপূর্ণ শহর থেকে নিজেদের যোদ্ধাদের প্রত্যাহার করেছে বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ)। চলতি মাসের প্রথম দিকে সরকারি বাহিনীকে হটিয়ে কেয়ন রাজ্যের সীমান্তবর্তী বাণিজ্যিক শহর মায়াওয়াদ্দির দখল নিয়েছিল কেএনইউর যোদ্ধারা। বিদ্রোহীদের হামলার মুখে শহরটিতে থাকা বেশির ভাগ সরকারি সেনা তখন আত্মসমর্পণ করেছিল আর বাকিরা পালিয়ে গিয়েছিল।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহরটিতে বার্ষিক এক বিলিয়ন ডলারেরও বেশি বৈদেশিক বাণিজ্য হয়। বুধবার কেএনইউর এক মুখপাত্র জানিয়েছেন, জান্তা সেনারা ফিরে আসার পর তাদের যোদ্ধারা মায়াওয়াদ্দি শহর থেকে ‘অস্থায়ীভাবে পশ্চাদপসরণ’ করেছে। মুখপাত্র সাও তাও নি বলেন, “জান্তা সেনারা অগ্রসর হয়ে মায়াওয়াদ্দি শহরে প্রবেশ করেছে। কেএনএলএর সেনারা তাদের ও তাদের পেছনে থাকা সেনাদের ধ্বংস করে দেবে।”
কেএনএলএ বা কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি কেএনইউয়ের সশস্ত্র শাখা। কেএনএলএ মিয়ানমারের সবচেয়ে পুরনো বিদ্রোহী বাহিনীগুলোর একটি। শনিবার মিয়াওয়াদ্দিতে দুই পক্ষের মধ্যে ফের তীব্র লড়াই শুরু হয়। এ সময় একদিনে শহরটির প্রায় ৩০০০ বেসামরিক বাসিন্দা পালিয়ে যায়। বিদ্রোহীরা মিয়ানমার ও থাইল্যান্ডকে সংযোগকারী একটি সীমান্ত সেতুতে আটকা পড়া সরকারি সেনাদের হটিয়ে দিতে আক্রমণ শুরু করেছিল।
কিন্তু বাইরে থেকে আসা সরকারি বাহিনীর অতিরিক্ত সেনারা স্থানীয় একটি মিলিশিয়া বাহিনীর সহায়তা নিয়ে পাল্টা আক্রমণ চালিয়ে শহরটিতে প্রবেশ করতে সক্ষম হয়। বুধবার থাইল্যান্ড জানায়, সেখানে লড়াই অনেকটা থেমে এসেছে এবং তারা সীমান্ত ক্রসিংটি আবার খুলতে পারবে বলে আশা করছে।


আরো সংবাদ



premium cement