০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

লুট করা ধনরতœ দেড় শ’ বছর পর ঘানাকে ফেরত দিলো ব্রিটেন

-

১৫০ বছরের বেশি সময় আগে আসান্তে সাম্রাজ্য (বর্তমান ঘানা) থেকে লুট করা স্বর্ণ-রৌপ্যের ৩২টি দামি নিদর্শন ফেরত দিয়েছে ব্রিটেন। এগুলো ছয় বছরের জন্য ধার হিসেবে ফেরত দেয়া হয়েছে। ঘানার মধ্যস্থতাকারীরা এ কথা বলেছেন। নিদর্শনগুলোর মধ্যে ১৫টি রাখা ছিল ব্রিটিশ মিউজিয়ামে। আর ১৭টি ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে। ১৯ শতকে ব্রিটিশ ও আসান্তেদের মধ্যে সঙ্ঘাতকালে আসান্তে রাজার দরবার থেকে নিদর্শনগুলো লুট করা হয়েছিল।
ঘানার কর্তৃপক্ষ বছরের পর বছর ধরে আসান্তে সাম্রাজ্য থেকে ব্রিটিশ সেনাদের লুট করা স্বর্ণ-বস্তু পুনরুদ্ধারের চেষ্টা করে আসছে। এই সাম্রাজ্যটি ‘আশান্তি’ নামেও পরিচিত। আসান্তে রাজার রজতজয়ন্তী উদযাপনে বছরব্যাপী কর্মসূচি নেয়া হয়েছে। এর অংশ হিসেবে আশান্তি অঞ্চলের রাজধানী কুমাসির মানহিয়া প্রাসাদ জাদুঘরে প্রদর্শনীর আয়োজন করা হবে। ব্রিটেনের সাথে ঘানার কর্তৃপক্ষের চুক্তি অনুযায়ী, এই নিদর্শনগুলো জাদুঘরের প্রদর্শনীতে রাখা হবে। এ ছাড়া আসান্তে রাজসভার প্রতীক স্বর্ণ-রৌপ্যের নানা নিদর্শন প্রদর্শনীতে স্থান পাবে। ঘানার প্রধান মধ্যস্থতাকারী আইভর অ্যাগিয়েমান-ডুয়া এই নিদর্শনগুলো ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি শনিবার বলেন, এগুলো ধার হিসেবে ঘানাকে দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement