১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সামরিক শাখা ভেঙে দেবে হামাস

-

১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে হামাস তার সামরিক শাখা ভেঙে দিতে ইচ্ছুক বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ১৭ এপ্রিল বুধবার কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার সাথে বৈঠকের পর এই কথা বলেছেন তিনি।
তুরস্কের প্রতিবেদনে বলা হয়েছে, ফিদান এবং হানিয়া তিন ঘণ্টা ধরে বৈঠক করেছেন। তারা গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রদান, যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দীদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন। ফিদান বলেছেন, 'কিছু পশ্চিমা দেশ দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রচেষ্টাকে ইতিবাচকভাবে দেখছে। কিন্তু তারা হামাস সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে।'
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তিনি হামাস নেতাদের সাথে দ্বি-রাষ্ট্র সমাধানের বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছেন। বুধবার ফিদান দোহায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, 'হামাসের সাথে আমাদের দীর্ঘ রাজনৈতিক আলোচনায়, তারা ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি মেনে নিয়েছে। তারা আমাকে বলেছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পর, হামাসের সশস্ত্র শাখার আর প্রয়োজন হবে না এবং তারা একটি রাজনৈতিক দল হিসেবে কাজ করবে।'
হামাসকে ইসরাইলের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার বিষয়টির নিন্দ্য জানিয়েছেন ফিদান। তিনি হামাসের কর্মকাণ্ডকে ফিলিস্তিনের জাতীয় প্রতিরোধ আন্দোলন হিসেবে বর্ণনা করেছেন।

 


আরো সংবাদ



premium cement