ইসরাইলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা : ১৪ সেনা আহত
- আলজাজিরা
- ১৯ এপ্রিল ২০২৪, ০০:০৫
লেবাননের হিজবুল্লাহ সংগঠন ইসরাইলের একটি সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে। ইসরাইলের উত্তরাঞ্চলে চালানো ওই হামলায় কমপক্ষে ১৪ সেনা আহত হয়েছেন। লেবাননে ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহর বেশ কয়েকজন সদস্য নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবে বুধবার ইসরাইলের সামরিক স্থাপনায় ওই হামলা হয়।
হিজবুল্লাহ বলছে, তারা লেবানন সীমান্তের কাছে উত্তর ইসরাইলের আরব-সংখ্যাগরিষ্ঠ গ্রাম আরব আল-আরামশে একটি নতুন সামরিক কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক ড্রোন দিয়ে সম্মিলিতভাবে হামলা চালিয়েছে। অন্য দিকে ইসরাইলি বাহিনী জানিয়েছে, আহত ছয় সেনার অবস্থা গুরুতর। ইসরাইল এর আগে মঙ্গলবার লেবাননের দক্ষিণে বিমান হামলা চালায়। এতে তিনজন নিহত হয়। তাদের মধ্যে হিজবুল্লাহর একজন ফিল্ড কমান্ডার ইসমাইল ইউসেফ বাজও ছিলেন বলে জানা গেছে। ইসরাইলি বাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর দুই কমান্ডার এবং আরো এক সহযোগীকে হত্যা করেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা