১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
সীমান্ত শহরে জান্তার হামলা

প্রতিহতের দাবি মিয়ানমারের বিদ্রোহীদের

-

থাইল্যান্ডের সীমান্তের কাছে মিয়াবতী শহরে মিয়ানমারের সেনাবাহিনীর হামলা প্রতিহত করার দাবি করেছে দেশটির একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। গত রোববার কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) এই দাবি করেছে। গত সপ্তাহে শহরটি দখল করেছিল বিদ্রোহীরা। এক সাক্ষাৎকারে কেএনইউ মুখপাত্র সাউ তাউ নী বলেছেন, সেনাবাহিনী গত কয়েক দিন ধরে মিয়াবতী শহরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। বিদ্রোহীরা তাদের ৪০ কিলোমিটার দূরে সরিয়ে দিয়েছে।
মুখপাত্র বলেছেন, মিয়াবতীতে আসা সহজ নয়। তাদেরকে অনেক প্রতিকূলতার মুখে পড়তে হবে। কেএনইউ যোদ্ধারা জান্তাবাহিনীর অগ্রগতি ঠেকাচ্ছে ও প্রতিহত করছে। বিদ্রোহীদের এই দাবি রয়টার্স স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। মিয়ানমার জান্তার এক মুখপাত্র বার্তা সংস্থাটির ফোন কলে সাড়া দেননি। গত বৃহস্পতিবার কেএনইউ-এর নেতৃত্বে জান্তাবিরোধী গোষ্ঠীগুলোর জোট থাইল্যান্ডের কাছে সীমান্ত শহর মিয়াবতী দখল করে।

 

 


আরো সংবাদ



premium cement

সকল