গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত বেড়ে ৩৩,১৭৫
দক্ষিণ গাজা থেকে সেনা প্রত্যাহার- আলজাজিরা
- ০৮ এপ্রিল ২০২৪, ০০:০৫
গাজায় ইসরাইলি আগ্রাসনের ছয় মাস পূর্ণ হয়েছে। আগ্রাসনের গতকাল রোববার ছিল ১৮৪তম দিন। ইসরাইলি বাহিনীর অবিরত হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ১৭৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায়ও ৩৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৩৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৫ হাজার ৮৮৬ জন। মন্ত্রণালয় আরো জানিয়েছে, এ ছয় মাসে ৯ হাজার ২২০ জন নারীকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। শুধু তাই না, ১৪ হাজার শিশু হত্যা করেছে তারা।
গাজায় ইসরাইলি আগ্রাসনের ছয় মাস পূর্তিতে এক বিবৃতিতে জাতিসংঘের মানবিক প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, আমরা একটি ভয়ানক মাইলফলকে পৌঁছেছি। এটি একটি লজ্জাজনক দুর্ভিক্ষ সৃষ্টি করেছে। গাজায় আরো ইসরাইলি আগ্রাসনের সম্ভাবনাকে ‘অসংবেদনশীল’ বলেছেন গ্রিফিথস।
এ দিকে, গাজার দক্ষিণাঞ্চল থেকে একটি ব্রিগেড বাদে সব পদাতিক সেনাকে প্রত্যাহার করেছে ইসরাইল। রোববার ইসরাইলি সেনাবাহিনীর এক সামরিক মুখপাত্র এ খবর জানিয়েছেন । ইসরাইলি সেনাবাহিনী এ বিষয়ে বিস্তারিত জানায়নি। এ প্রত্যাহারের ফলে গাজার রাফা শহরে সামরিক অভিযান বিলম্বিত হবে কি না তা স্পষ্ট নয়। ইসরাইলি নেতাদের দাবি, হামাসকে নির্মূল করতে হলে রাফায় অভিযান পরিচালনা করতে হবে।
মিসরের কায়রোতে যুদ্ধবিরতি ও বন্দী মুক্তির লক্ষ্যে নতুন সমঝোতায় পৌঁছাতে আলোচনা শুরুর দিনে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র এ সেনা প্রত্যাহারের কথা জানালেন। রোববার কায়রোতে পুনরায় আলোচনা শুরু হওয়ার কথা।