ইসরাইলের কোনো দূতাবাস নিরাপদ নয় : ইরান
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বলে জানিয়েছে ইসরাইল- রয়টার্স
- ০৮ এপ্রিল ২০২৪, ০০:০৫
ইসরাইলের কোনো দূতাবাস এখন আর নিরাপদ নয়। গতকাল রোববার ইরানের এক সিনিয়র কর্মকর্তা এ কথা বলেছেন। ইরানি বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, জায়নবাদী শাসকদের দূতাবাসগুলো এখন আর নিরাপদ নয়। ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে একটি ইরানি কনস্যুলেটে ইসরাইলি হামলায় ইরানের ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কর্পসের সাত সদস্য নিহত। এদের মধ্যে একজন শীর্ষস্থানীয় কমান্ডার ছিলেন। দূতাবাসে হামলার প্রতিশোধ নেয়া হবে বলে হুমকি দিয়েছে ইরান। এ নিয়ে যুক্তরাষ্ট্রকেও একটি সতর্কবার্তা পাঠিয়েছে তেহরান। ইসরাইল ও যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে, মধ্যপ্রাচ্যে ইসরাইলি ও মার্কিন সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালাতে পারে ইরান। ইরানের সম্ভাব্য হামলা মোকাবেলায় সতর্ক অবস্থায় রয়েছে দেশ দুটি। এ দিকে, ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ইরানের সাথে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুুত রয়েছে ইসরাইল। গতকাল রোববার তিনি এ মন্তব্য করেছেন। ১ এপ্রিল সিরিয়ায় ইরানি দূতাবাসে সন্দেহভাজন ইসরাইলি হামলার প্রতিশোধ নিতে ইরানের হুমকির পর সতর্ক অবস্থায় রয়েছে দেশটি। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সিনিয়র সামরিক কর্মকর্তাদের সাথে অভিযানিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন গ্যালান্ট। বিবৃতিতে বলা হয়েছে, পর্যালোচনা শেষে গ্যালান্ট জোর দিয়ে বলেছেন প্রতিরক্ষা কাঠামো ইরানের সাথে সৃষ্ট যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পাল্টা হামলার প্রস্তুুতি সম্পন্ন করেছে। দামেস্কে ইসরাইলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাত সদস্য নিহতের ঘটনায় প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে ইরান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা