১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
ইরান-ইসরাইল সঙ্ঘাতের আশঙ্কা

মধ্যপ্রাচ্যে উচ্চ সতর্কাবস্থায় যুক্তরাষ্ট্র

-

- আগামী সপ্তাহে ইসরাইলে হামলা হতে পারে : মার্কিন কর্মকর্তা
- তেহরানের তরফে যুক্তরাষ্ট্রকে সরে থাকতে বলা হয়েছে

সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরাইলি হামলার জবাবে ইহুদিবাদী রাষ্ট্রটিতে ইরানের সম্ভাব্য আক্রমণের হুমকির মুখে মধ্যপ্রাচ্যে উচ্চ সতর্কাবস্থায় আছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে মার্কিন বাহিনী ও ঘাঁটিগুলোতেও হামলা হতে পারে বলে আশঙ্কা ওয়াশিংটনের। শুক্রবার এক মার্কিন কর্মকর্তা এমনটি জানিয়েছেন। আগামী সপ্তাহে ইরান হামলা চালাতে পারে জানিয়ে সিএনএনকে ওই কর্মকর্তা বলেছেন, “আমরা অবশ্যই উচ্চ সতর্কাবস্থায় আছি।”
গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলের বিমান হামলায় ইরানের কনস্যুলেট ভবন ধ্বংস হয়।
এ হামলায় ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি ও তার ডেপুটি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাদি হাজরিয়াহিমিসহ বাহিনীটির আরো পাঁচ কর্মকর্তা নিহত হন বলে এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে।

এ হামলার ঘটনায় আঞ্চলিক প্র তিপক্ষদের সাথে ইসরাইলের যুদ্ধ আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ হামলাকে তেহরানের ঘনিষ্ঠ মিত্র সিরিয়ায় ইরানি স্বার্থের ওপর চালানো সবচেয়ে উল্লেখযোগ্য হামলাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই প্রথম সিরিয়ায় ইরানি কূটনৈতিক কম্পাউন্ডে হামলা চালিয়েছে ইসরাইল। ইরান বলেছে, এর ‘উপযুক্ত জবাব’ দেয়ার অধিকার তাদের আছে।
বৃহস্পতিবার এক ফোনকলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের হুমকি নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আলোচনা করেছেন। ইরানের হুমকির মুখে যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে ইসরাইলকে সমর্থন দিয়ে যাবে, আলোচনায় বাইডেন এটি পরিষ্কার করেছেন বলে ওয়াশিংটন জানিয়েছে। বাইডেন প্রশাসনের একজন ঊর্ধতন কর্মকর্তা বলেছেন, “ওই সময় থেকেই আমাদের টিমগুলো নিয়মিত ও ধারাবাহিক যোগাযোগ রক্ষা করে চলছে। ইরানের হুমকির বিরুদ্ধে ইসরাইলের প্রতিরক্ষার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পুরো সমর্থন আছে।”

এদিকে, ইসরাইলে আক্রমণের প্রস্তুতি নেয়া তেহরান যুক্তরাষ্ট্রকে ‘সরে থাকতে’ বলেছে বলে জানিয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানের প্রধান ‘ছায়া বাহিনী’ হিজবুল্লাহ ইহুদি রাষ্ট্র ইসরাইলকে সতর্ক করে বলেছে, তারা যুদ্ধের জন্য প্রস্তুত। ব্লুমবার্গ জানিয়েছে, ইরানের প্রেসিডেন্টের রাজনীতিবিষয়ক ডেপুটি চিফ অব স্টাফ মোহাম্মদ জামশিদি সামাজিক মাধ্যম এক্স এ লিখেছেন, ওয়াশিংটনের কাছে পাঠানো এক লিখিত বার্তায় ইরান “যুক্তরাষ্ট্রকে (বেনিয়ামিন) নেতানিয়াহুর ফাঁদে পা না দিতে সতর্ক করেছে।”
ইরান বলেছে, “যুক্তরাষ্ট্রের উচিত আঘাত না পেতে একপাশে সরে দাঁড়ানো।” জামশিদি বলেছেন, “এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানকে মার্কিন লক্ষ্যগুলোতে আঘাত না হানার জন্য বলেছে।” ব্লুমবার্গ বলেছে, ইরানের পাঠানো কথিত এ বার্তা সম্পর্কে যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য করেনি।

 


আরো সংবাদ



premium cement