ইকুয়েডরের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত মেক্সিকোর
- এএফপি
- ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
ইকুয়েডর কর্তৃপক্ষ গত শুক্রবার সন্ধ্যায় সাবেক ভাইস প্রেসিডেন্ট জর্জ গ্লাসকে রাজধানী কিটোতে অবস্থিত মেক্সিকোর দূতাবাস থেকে গ্রেফতার করেছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ইকুয়েডরের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক স্থগিত করেছে মেক্সিকো। দুর্নীতির মামলায় দুবার দোষী সাব্যস্ত হয়েছিল ইকুয়েডরের সাবেক ভাইস প্রেসিডেন্ট জর্জ গ্লাস। গত ডিসেম্বরে মেক্সিকোতে রাজনৈতিক আশ্রয় চাওয়ার পর থেকে কিটোতে মেক্সিকোর দূতাবাসেই ছিলেন গ্লাস। শুক্রবার সকালে গ্লাসের রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ মঞ্জুর করে মেক্সিকো। সেদিনই পুলিশ জোর করে মেক্সিকো দূতাবাসে ঢুকে জর্জ গ্লাসকে গ্রেফতার করে।
সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর বলেন, গ্রেফতার করার আগে পুলিশ জোর করে কিটোতে মেক্সিকো দূতাবাসে প্রবেশ করেছিল। লোপেজ এই গ্রেফতারকে আন্তর্জাতিক আইন এবং মেক্সিকোর সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করে মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী অ্যালিসিয়া বার্সেনাকে ইকুয়েডরের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার নির্দেশ দেন। পোস্টটির কিছুক্ষণ পরেই বার্সেনা দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার ঘোষণা দেন। আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর এক্সে দেয়া পোস্টে লিখেছেন, ‘দূতাবাসে জোর করে ঢুকে গ্লাসকে গ্রেফতার করা একটি স্বৈরাচারী কাজ এবং মেক্সিকোর আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের একটি স্পষ্ট লঙ্ঘন।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা