জ্বালানি তেলের দাম ৫ মাসের মধ্যে সর্বোচ্চ
- আনাদোলু এজেন্সি
- ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, অপরিশোধিত তেলের দুই বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয়েরই দাম বেড়েছে শুক্রবার। এক প্রতিবেদনে তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, শুক্রবার প্রতি ব্যারেল (১৫৯ লিটার) ব্রেন্ট ক্রুড তেল ৯০ দশমিক ৮৩ ডলার এবং প্রতি ব্যারেল ডব্লিউটিআই ৮৬ দশমিক ৫৮ ডলারে বিক্রি হয়েছে।
অপরিশোধিত জ্বালানি তেল বা পেট্রোলিয়ামের আন্তর্জাতিক বাজারে এই দাম গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ। জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ লোহিত সাগরে ইয়েমেনের হাউছি বিদ্রোহী গোষ্ঠীর হামলার ঘটনা। তারা বলেছেন, বিশ্বের মোট জ্বালানি তেলের চাহিদার একটি বড় জোগান আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা