লেবাননে ইসরাইলি হামলায় এক লাখ বাস্তুচ্যুত
- আনাদোলু এজেন্সি
- ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০
লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি জানিয়েছেন, গত বছরের অক্টোবর থেকে ইসরাইলি হামলার কারণে দক্ষিণ লেবাননে প্রায় এক লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। ৪ এপ্রিল, বৃহস্পতিবার রাজধানী বৈরুতে মন্ত্রিসভার একটি অধিবেশনে তিনি এই তথ্য প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী মিকাতি বলেছেন, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় কমপক্ষে ৩১৩ জন নিহত এবং এক হাজার জন আহত হয়েছে। এ ছাড়া এক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তিনি যোগ করেছেন, প্রায় ৮০০ হেক্টর কৃষিজমি ধ্বংস হয়েছে এবং ৩ লাখ ৪০ হাজার গবাদিপশু মারা গেছে। এ ছাড়া প্রায় ৭৫ শতাংশ কৃষক তাদের আয়ের উৎস হারিয়েছে। সরকারকে অবশ্যই দক্ষিণ লেবাননকে দুর্যোগপূর্ণ অঞ্চল হিসেবে ঘোষণা করতে হবে। ২০০৬ সালে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়েছিল ইসরাইল এবং লেবানন। এরপর থেকে এবারই সবচেয়ে মারাত্মক সংঘর্ষে লিপ্ত হয়েছে দুই পক্ষ। ইসরাইলি বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে প্রতিনিয়ত গুলিবিনিময়ের ফলে ইসরাইল-লেবানন সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা