০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

সুইডেনে কুরআন পোড়ানো ইরাকি যুবক জীবিত নরওয়েতে গ্রেফতার

-

নরওয়েতে মারা যাননি সুইডেনে একাধিকবার কুরআন পোড়ানো যুবক সালওয়ান মোমিকা। তবে দেশটির পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, মোমিকাকে আবারো সুইডেনে ফেরত পাঠাবে নরওয়ে কর্তৃপক্ষ।
ভারতীয় বেশ কিছু সংবাদমাধ্যম ইতালির একটি অপরিচিত সম্প্রচারমাধ্যম রেডিও জেনোয়ার বরাত দিয়ে খবর প্রকাশ করেছিল যে, সুইডেনে একাধিকবার কুরআন পোড়ানো ইরাকি যুবক সালওয়ান মোমিকা মারা গেছেন। পরে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।
সালওয়ান মোমিকা গত সপ্তাহে এএফপিকে জানিয়েছিলেন, তিনি নরওয়েতে যাবেন আশ্রয়লাভের জন্য। তবে সম্ভবত তার সেই আশা পূর্ণ হবে না। নরওয়ের রাজধানী অসলোর একটি জেলা আদালতে চলমান মোমিকাসংক্রান্ত মামলার নথিপত্রের কপি এএফপির কাছে আছে। সেখান থেকে দেখা গেছে, মোমিকাকে গত ২৮ মার্চ গ্রেফতার করা হয়েছে। তার ঠিক আগের দিন তিনি দেশটিতে পৌঁছান।


আরো সংবাদ



premium cement