১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিরিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৭ আহত ৩০

-

সিরিয়ার আজাজ শহরের একটি ব্যস্ত বাজারে গাড়ি বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছে। আহত কমপক্ষে ৩০ জন। শনিবার বিদ্রোহী নিয়ন্ত্রিত শহরটিতে গাড়িবোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা এবং উদ্ধারকর্মীরা রয়টার্সকে বলেন, মুসলমানদের পবিত্র রমজান মাসে রাতের বেলা কেনাকাটা করতে আসা মানুষের ভিড় যখন সর্বোচ্চ ছিল ঠিক সেই সময়ে গাড়ি বোমাটি বিস্ফোরিত হয়। বেসামরিক প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, অন্তত ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর। তাদেরকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে হামলার জন্য কুর্দি নেতৃত্বাধীন ওয়াইপিজিকে সন্দেহ করা হচ্ছে। উত্তর-পূর্ব সিরিয়া এবং উত্তর সিরিয়ার ইউফ্রেটিসের পূর্বে বিশাল এলাকা নিয়ন্ত্রণ করে ওয়াইপিজি। এই এলাকায় এ ধরনের হামলা তারাই চালায়। অবশ্য দীর্ঘদিন ধরে এ ধরনের দাবি অস্বীকার করে আসছে ওয়াইপিজি।


আরো সংবাদ



premium cement