১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পশ্চিমতীরের ২৭ বর্গকিলোমিটার অঞ্চল দখল ইসরাইলের

-

ফিলিস্তিনের পশ্চিম তীরের ২৭ বর্গকিলোমিটার অঞ্চল দখল করেছে ইসরাইল। গত বছরের ৭ অক্টোবর গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাসের সাথে ইসরাইলের যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের সুযোগে পশ্চিমতীরে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করা শুরু করে তারা। এতে গত ৬ মাসের মধ্যেই ২৭ বর্গকিলোমিটার অঞ্চল ছিনিয়ে নিয়েছে তারা। গতকাল শনিবার ৪৮তম ভূমি দিবসে ফিলিস্তিনি সরকারি সংস্থা কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেসিসটেন্ট কমিশনের (সিডব্লিউআরসি) বরাতে এ তথ্য জানায় মিডেল ইস্ট আই।
সিডব্লিউআরসি আরো জানিয়েছে, অবৈধ দখলদার ইসরাইলি সরকার এক হাজার ৮৯৫টি নতুন বসতির অনুমোদন দিয়েছে। এতে ফিলিস্তিনি ভূখণ্ডে বসবাস করা ২৫টি বেদুঈন সম্প্রদায় বাস্তুচ্যুত হয়ে গেছেন। এ ছাড়া ফিলিস্তিনিদের ওপর নজরদারি চালানোর জন্য ৮৪০টি চেকপয়েন্ট ও গেট স্থাপন করা হয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে আরো জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী সাধারণ ফিলিস্তিনি ও তাদের সম্পদের ওপর ৯ হাজার ৭০০ বার হামলা চালিয়েছে এবং কয়েক হাজার জলপাই গাছ ধ্বংস করেছে অথবা সেগুলো উপড়ে ফেলেছে।


আরো সংবাদ



premium cement