১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পেরুর প্রেসিডেন্টের বাড়িতে পুলিশের হানা

-

একটি দুর্নীতির মামলার তদন্তের অংশ হিসেবে গতকাল শনিবার পেরুর প্রেসিডেন্টের বাড়িতে অভিযান চালিয়েছে পেরুর সরকারি কর্তৃপক্ষ। পেরুর পুলিশ বিভাগের নথিপত্র অনুযায়ী এই অভিযানে ৪০ জনের মতো কর্মকর্তা অংশ নেন। রোলেক্স ঘড়ি খুঁজে বের করতে এই তল্লাশি অভিযান চালানো হয় বলে জানা গেছে। প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে অবশ্য এমন কোনো ঘড়ি তার কাছে কী না সে বিষয়ে কোনো ঘোষণা দেননি। পুলিশ এ প্রসঙ্গে জানায় যে, তল্লাশি অভিযানটি চালানো হয় অনুসন্ধান ও উদ্ধার তৎপরতার অংশ হিসেবে।
এ মাসের শুরুতে পেরুর সরকারি কর্তৃপক্ষ ওইসব ঘড়ির বিষয়ে তদন্ত শুরু করে। এর আগে সংবাদপত্রের এক প্রতিবেদনে প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের হাতে থাকা রহস্যজনক ও বিলাসী ঘড়ির বিষয়টি উঠে আসে। বেলুয়ার্তে তার পাবলিক রেকর্ডে এসব ঘড়ি থাকার বিষয়টিথউল্লেখ করেননি। শনিবার পুলিশ ও প্রসিকিউটর অফিসের যৌথ অভিযানটি স্থানীয় টেলিভিশন চ্যানেল লাটিনাতে সম্প্রচারও করা হয়।


আরো সংবাদ



premium cement