১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দ: আফ্রিকার নির্বাচনে অংশ নিতে পারছেন না জ্যাকব জুমা

-

দক্ষিণ আফ্রিকার আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা। এ সিদ্ধান্ত জানতে পারার কয়েক ঘণ্টা পরই এক সড়ক দুর্ঘটনায় পড়েন তিনি। তবে এ ঘটনায় আহত হননি তিনি। মে মাসে অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার সাধারণ নির্বাচন, তবে সেখানে অংশ নিতে পারবেন না জুমা, নির্বাচন কর্মকর্তারা গত বৃহস্পতিবার জানিয়েছেন। সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তারা জানায়। তবে কী অভিযোগ আনা হয়েছে, সে ব্যাপারে বিশদ কিছু জানানো হয়নি।
এ ঘটনার পর স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে সে দেশের কোয়াজুলু-নাতাল প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় পড়েন জুমা। তার রাষ্ট্রীয় বাহনের সাথে ধাক্কা লাগায় অন্য একটি গাড়ি, যার চালক ছিলেন মদ্যপ। এ ঘটনায় জুমা এবং তার দেহরক্ষীরা অক্ষত ছিলেন। তবে তার রাজনৈতিক দলের এক নেতা দাবি করেন, জুমার ক্ষতি করার উদ্দেশ্যে এই দুর্ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় ৫১ বছর বয়সী ওই চালককে গ্রেফতার করেছে পুলিশ।


আরো সংবাদ



premium cement