সঙ্কটের পর শ্রীলঙ্কার মূল্যস্ফীতি এখন সর্বনিম্ন
- এএফপি
- ৩০ মার্চ ২০২৪, ০১:১৩
দুই বছর আগে শ্রীলঙ্কায় দেখা দেয়া অভূতপূর্ব অর্থনৈতিক সঙ্কটের পর চলতি মার্চে মূল্যস্ফীতি শূন্য দশমিক ৯ শতাংশে এসে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির পরিসংখ্যান অফিস। বার্ষিক হিসাবে মূল্যস্ফীতি এখন সঙ্কটের পর সর্বনিম্ন অবস্থানে রয়েছে। ২০২২ সালের এপ্রিলে এই দ্বীপরাষ্ট্রটি ৪৬ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণখেলাপি হয়েছিল। দেশটিতে বৈদেশিক মুদ্রার এমন সঙ্কট দেখা দিয়েছিল, নাগরিকদের জীবনযাপনে প্রয়োজনীয় খাদ্য, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য আমদানি করতে পারছিল না সরকার।
ওই বছরের সেপ্টেম্বরে ৭০ শতাংশ মূল্যস্ফীতির সাথে যদি কলম্বো কনজুমার প্রাইস ইনডেক্সের বর্তমান হার বিবেচনা করা হয়, তবে তাকে অত্যন্ত নিম্নমুখী বলতে বাধ্য হবে সবাই। দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ঋণ হার এখন ১০ শতাংশ থেকে কমে সাড়ে ৯ শতাংশে এসে দাঁড়িয়েছে, যা চলমান অর্থনৈতিক অগ্রগতির লক্ষণ। সে সময়ের অর্থনৈতিক সঙ্কটের কারণে শ্রীলঙ্কায় কয়েক মাসব্যাপী প্রতিবাদ-বিক্ষোভের কারণে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ক্ষমতা ছাড়তে বাধ্য হন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা