মস্কোয় কনসার্ট হলে হামলায় এখনো নিখোঁজ ১৪৩
- বিবিসি
- ৩০ মার্চ ২০২৪, ০১:১৩
রাশিয়ার রাজধানী মস্কোর কাছের ক্রোকাস সিটি হলে কনসার্ট আয়োজনে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৩ হয়েছে। তবে এ সংখ্যা আরো বাড়বে বলে বুধবার আশঙ্কা প্রকাশ করেছেন তদন্ত কর্মকর্তারা। কারণ, এখনো খোঁজ মিলছে না আরো ১৪৩ জনের। যাদের খোঁজে স্বজনরা রাজধানীর এক হাসপাতাল থেকে আরেক হাসপাতলে ছুটে বেড়াচ্ছেন। গত শুক্রবার চার বন্দুকধারী কানায় কানায় পূর্ণ ক্রোকাস সিটি হলের দর্শক গ্যালারির দিকে লক্ষ্য করে প্রথমে এলোপাতাড়ি গুলি ছোড়ে। তারপর পেট্রোল ঢেকে ভবনটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন হলের বেশির ভাগটাই পুড়ে গেছে। যে কারণে অনেক লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। মস্কোর কাছের শহর লিউবেরৎসির বাসিন্দা ৪২ বছরের ওলেগ শিখভৎসেভ তার স্ত্রী ও ১৯ বছর বয়সী মেয়েকে নিয়ে গত শুক্রবার সোভিয়েত আমলের রক ব্যান্ড দল ‘দ্য পিকনিক’ এর গান শুনতে ক্রোকাস সিটি হলে গিয়েছিলেন। যখন হামলা শুরু হয় তখন ভেনুর একদম সামনের দিকে ছিল পরিবারটি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা