সবুজ হয়ে উঠেছে আমিরাতের পাহাড় ও মরুভূমি
- খালিজ টাইমস
- ২৮ মার্চ ২০২৪, ০০:০৫
সংযুক্ত আরব আমিরাতে বেশ কয়েক দিন ধরে বিরতিহীন বৃষ্টিপাতের পর সাধারণত শুষ্ক ভূমিগুলোর অত্যাশ্চর্য পরিবর্তন দেখা গেছে। এই অঞ্চলের পাহার মরুভূমিতে সাধারণত খুব কমই সবুজ দেখা যায়। কিন্তু এখন সেটির ব্যাপক পরিবর্তন হয়েছে। চার দিকে সবুজের চাদরে ঢেকে গেছে। ধূসর ও শুষ্ক ভূখণ্ডটি এখন একটি সতেজ সবুজ গালিচা দিয়ে আচ্ছাদিত। যেখানে শুধু বিস্তৃত শুকনো জমি ছিল, সেখানে এখন অন্যরূপ। স্থানীয় বাসিন্দারা সবুজের চাদরে আনন্দিত।
রাস আল খাইমার আল হুওয়াইলাত পর্বতগুলো সবুজে আচ্ছাদিত, যখন রাস্তার সারিবদ্ধ গাফগাছগুলো সবুজের আরো গভীর, সমৃদ্ধ ছায়া গ্রহণ করেছে। আরব আমিরাতের আবহাওয়া-সম্পর্কিত সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওগুলোতে দেখা গেছে, আল ফায়া এবং মলেইহা, শারজার কেন্দ্রীয় অঞ্চল টানা কয়েক দিনের বৃষ্টির পরে জীবন্ত হয়ে উঠছে। সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া দফতর আরো কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি ও শক্তিশালী বাতাসের পূর্বাভাস দিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা