তিউনিসিয়ায় বন্দীদের মুক্তি দাবি
- মিডলইস্ট মনিটর
- ২২ মার্চ ২০২৩, ০০:০৫
তিউনিসিয়ার আল নাহদা আন্দোলন জনসাধারণের ও ব্যক্তিস্বাধীনতা লঙ্ঘন করে প্রেসিডেন্ট কাইস সাইদের নেয়া নতুন এই নীতির বিরোধিতাকারী সব রাজবন্দীর মুক্তির দাবি জানিয়েছে। এই নীতির বিরুদ্ধে তারা ‘শান্তিপূর্ণ সংগ্রাম’ চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছে তারা ।
ফরাসিদের দখলদারিত্ব (১৮৮১-১৯৫৬) থেকে তিউনিসিয়ার স্বাধীন হওয়ার ৬৭ বছর পূর্তি স্মরণে প্রতি বছরের মতো মার্চের ২০ তারিখে আয়োজিত অনুষ্ঠানে এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। আল নাহদা বলেছে, আমরা তিউনিসিয়ার মুক্তির জন্য লড়াই করা ব্যক্তিদের জন্য গর্ববোধ করি। আমরা তিউনিসিয়ার স্বাধীনতার জন্য রক্ত ও জীবন দেয়া সব শহীদের প্রতি আমাদের আনুগত্য প্রকাশ করছি।
২০২১ সালের ২৫ জুলাই প্রেসিডেন্ট সাইদ ঘোষিত অভ্যুত্থানবিরোধীদের হয়রানি ও নির্যাতনের শিকার হওয়া সব রাজনৈতিক বন্দীর মুক্তি ও তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার করার আহ্বান জানানো হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা