কানাডাকে ‘ফাইভ আইজ’ থেকে সরানোর চেষ্টা
- ফিন্যান্সিয়াল টাইমস
- ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
গোয়েন্দা তথ্য আদান-প্রদানে পাঁচ দেশের প্রভাবশালী জোট ‘ফাইভ-আইজ’ থেকে কানাডাকে বাদ দেয়ার প্রস্তাব তুলেছেন হোয়াইট হাউজের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা। কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোসহ ডনাল্ড ট্রাম্পের নানা ‘হুমকি-ধমকির’ মধ্যে এমন পদক্ষেপ নিতে তোড়জোড় করছেন পিটার নাভারো, যিনি মার্কিন প্রেসিডেন্টের ‘কাছের উপদেষ্টা’ হিসেবে পরিচিত।
নাভারোর এমন ‘প্রচেষ্টার’ বিষযে অবহিত ট্রাম্প প্রশাসনের এমন ব্যক্তিদের বরাতে ব্রিটিশ দৈনিক দ্য ফাইন্যান্সিয়াল টাইমস এ খবর প্রকাশ করেছে। তার এ ‘আইডিয়া’ ট্রাম্পের মনে ধরেছে কি না, তা স্পষ্ট নয়। তবে বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের কর্মকর্তাদের মধ্যে আলোচনা আছে। কানাডা দখলে নেয়ার ইচ্ছাপোষণ করা ট্রাম্প হুমকি দিয়েছেন, আগামী ৪ মার্চের পর কানাডা থেকে পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পরপরই তার অভিযোগ, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ও মাদকের প্রবেশ ঠেকাতে কানাডা ‘যথার্থ’ পদক্ষেপ নিচ্ছে না। এ নিয়ে দেশটির ভূমিকায় ক্ষুব্ধ ট্রাম্প। এরপর দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, কানাডা দখল করে নেয়ার যে ইচ্ছার কথা ট্রাম্প বলে আসছেন, তা শুধু ‘কথার কথা নয়’। দুই দেশের মধ্যে এ নিয়ে উত্তেজনার মধ্যে কানাডাকে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক ’ফাইভ-আইজ’ থেকে বিদায় করে দিতে নাভারোর চেষ্টার খবর সামনে এল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা