২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ শাবান ১৪৪৬
`

কিয়েভে রাতভর ড্রোন হামলা রাশিয়ার

ইউক্রেনের কিয়েভে রাশিয়ার ড্রোন হামলার স্থানে দমকলকর্মীরা কাজ করছেন : ইন্টারনেট -


ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ওই অঞ্চলের গভর্নর মাইকোলা কালাশনিক বুধবার বলেছেন, কিয়েভ অঞ্চলে রাতভর রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত এবং অন্তত আরো চারজন আহত হয়েছে। এসব হামলায় বেশ কিছু বাড়িতে আগুন ধরে গেছে। একটি আবাসিক ভবন থেকে এক বেসামরিক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। হামলার কারণে ওই বাড়িতে আগুন ধরে গেছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন গভর্নর কালাশনিক।
তিনি হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ওই অঞ্চলে আরো অন্তত চারজন আহত হয়েছেন এবং হামলায় কমপক্ষে পাঁচটি বাড়ি এবং দু’টি বহুতল আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। গভর্নর কালাশনিক টেলিগ্রামে এক পোস্টে লিখেছেন, দমকল কর্মীরা রাতভর বড় ধরনের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করেছেন। তিনি বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন।

রয়টার্সের বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীও জানিয়েছেন, তারা রাতভর কিয়েভজুড়ে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। ইউক্রেনের বিমানবাহিনীর তথ্য অনুসারে কিয়েভ ও এর আশপাশের অঞ্চল এবং ইউক্রেনের পূর্বাঞ্চলের প্রায় অর্ধেক এলাকাজুড়ে মঙ্গলবার কয়েক ঘণ্টা ধরে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে উঠেছে।
শিশু বিনিময়ের উদ্যোগ
ইউক্রেন থেকে ১৬ শিশুকে রাশিয়ায় ফিরিয়ে আনার চেষ্টা করছে ক্রেমলিন। পাশাপাশি ইউক্রেনীয় আত্মীয়দের সাথে ১০ শিশুর পুনর্মিলনের পদক্ষেপও নেয়া হচ্ছে। বুধবার রুশ বার্তাসংস্থা আরআইএ রুশ প্রেসিডেন্সিয়াল কমিশনার ফর চিলড্রেন্স রাইটসের বরাতে এক প্রতিবেদনে এসব কথা বলেছে। আরআইএকে এক সাক্ষাৎকারে কমিশনার মারিয়া লভোভা-বেলোভা বলেছেন, আমরা কেবল আইনগত প্রতিনিধিদের সাথে কাজ করি, যারা সন্তানের দায়িত্ব নেয়ার যথাযথ অধিকার রাখেন।
অর্থাৎ আত্মীয়স্বজন বা মা-বাবা, যারা আইনগতভাবে শিশুদের দেখভালের অধিকার রাখেন। তিনি দাবি করেছেন, এখন পর্যন্ত ইউক্রেনীয় স্বজনদের কাছে ফিরে গেছে ৯৫ শিশু আর রাশিয়ার ফিরেছে ১৭ জন। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক সামরিক অভিযান শুরুর পর থেকে কয়েক দফায় স্বজনদের কাছে শিশুদের ফিরিয়ে দিয়েছে মস্কো ও কিয়েভ। ইউক্রেনের পুনঃএকত্রীকরণ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত এক হাজার ২৭৭ জন শিশুকে ফিরে পেয়েছে কিয়েভ।

 


আরো সংবাদ



premium cement
ইংল্যান্ডের বিদায়, আশায় আফগানিস্তান পাটজাত পণ্যে ভারতের অ্যান্টি-ডাম্পিং শুল্কের সমাধান চায় বিজেএসএ আমরা ক্ষমতায় গেলে পুঁজিবাজারকে ধারণ করব : আমীর খসরু প্রহসনের কোনো নির্বাচনে বাংলাদেশ মুসলিম লীগ অংশ নেয়নি : আব্দুল আজিজ হাওলাদার ১-৩ গোলে হার বাংলাদেশের ব্যাংকে কত টাকা আছে জানালেন নাহিদ ইসলাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশের বিক্ষোভ আজ ভূ-রাজনৈতিক স্বার্থে রাখাইনে স্বীকৃতি পেতে পারে আরাকান আর্মি ভোরে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্রদের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা বেসরকারি শিক্ষার্থীদের ইংল্যান্ডকে বিদায় করে স্বপ্ন বাঁচিয়ে রাখল আফগানিস্তান

সকল