দামেস্কে ইসরাইলের বিমান হামলায় নিহত ২
- রয়টার্স
- ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ইসরাইলি যুদ্ধবিমানগুলো সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে একটি শহরে ও দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা, নিরাপত্তা কর্মকর্তারা ও সিরিয়া টেলিভিশন। সিরিয়ার এক নিরাপত্তা কর্মকর্তা ও সিরিয়া টেলিভিশন জানায়, ইসরাইলি যুদ্ধবিমানগুলো মঙ্গলবার রাতে দামেস্ক থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে কিসভে শহরে হামলা চালায়।
ওই নিরাপত্তা কর্মকর্তা পরিচয় না প্রকাশ করার শর্তে রয়টার্সকে জানান, সামরিক একটি স্থাপনা লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে। কিন্তু বিস্তারিত আর কিছু জানাননি তিনি। সিরিয়া টেলিভিশন ও একজন স্থানীয় বাসিন্দা জানান, দেরা প্রদেশের একটি শহরেও বিমান হামলা চালিয়েছে ইসরাইল। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ইসরাইলের এসব হামলায় অন্তত দু’জন নিহত হয়েছেন।
এক বিবৃতিতে ইসরাইলের সামরিক বাহিনী জানায়, তারা সিরিয়ার দক্ষিণাঞ্চলে সামরিক লক্ষ্যস্থলগুলোতে হামলা চালিয়েছে। এসব লক্ষ্যস্থলের মধ্যে সদরদফতরও ছিল আর সেগুলোতে অস্ত্র ছিল বলে দাবি করেছে তারা। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘সিরিয়ার দক্ষিণাঞ্চলকে শান্ত করতে নির্ধারণ করে নেয়া নতুন নীতির অংশ হিসেবে বিমান বাহিনী জোরালো হামলা চালিয়েছে। বার্তা পরিষ্কার : সিরিয়ার দক্ষিণাঞ্চলকে দক্ষিণ লেবানন হয়ে ওঠা অনুমোদন করব না আমরা।’
তিনি আরো বলেন, ‘সিরিয়ার সরকারি বাহিনী বা দেশটির সন্ত্রাসী সংগঠনগুলো যদি কোনোভাবে সিরিয়ার দক্ষিণাঞ্চলে তাদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তাহলে আগুনের মধ্যে পড়বে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা