পশ্চিমতীরের শরণার্থী শিবিরে ১ বছরের জন্য সেনা মোতায়েন ইসরাইলের
- আলজাজিরা
- ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
দখলদার সেনাবাহিনীকে আগামী এক বছর পশ্চিমতীরের শরণার্থী শিবিরে থাকার নির্দেশ দিয়েছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, সেনাবাহিনীকে আগামী এক বছর অধিকৃত পশ্চিমতীরের শরণার্থী শিবিরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। ইসরাইলি মিডিয়ার উদ্ধৃতি দিয়ে এক বিবৃতিতে কাটজ বলেছেন, ‘এখন পর্যন্ত ৪০ হাজার ফিলিস্তিনি জেনিন, তুলকারেম ও নুর শামস শরণার্থী শিবির থেকে পালিয়ে গেছে। ওসব ক্যাম্পে ইউএনআরডব্লিউএর কার্যকলাপও বন্ধ করে দেয়া হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘আমরা অতীতের বাস্তবতায় ফিরে যাব না। আমরা শরণার্থী শিবিরগুলো পরিষ্কার করার কাজ চালিয়ে যাব।’ এর আগে শুক্রবার ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী পশ্চিমতীরে সামরিক বাহিনীকে তাদের তৎপরতা আরো জোরালো করার নির্দশে দেন। এর ঠিক আগে তেল আবিবের শহরতলী বাত ইয়ামে বাসগুলোর ওপর তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
কর্মকর্তারা বলেছেন, বৃহস্পতিবার রাতের এ বিস্ফোরণে কেউ আহত হয়নি এবং বাসে তখন কোনো যাত্রী ছিল না। আমরা উগ্রবাদী সন্ত্রাসবাদের সাথে লড়ছি আর আমরা এখানে, গাজায় ও সর্বত্রই জয়লাভ করব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা