আমাজনে বিশাল সিঙ্কহোল ঝুঁকিতে শত শত মানুষ
- রয়টার্স
- ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ব্রাজিলের আমাজনের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত বুরিটিকুপু শহর ধীরে ধীরে মাটির নিচে চলে যাচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কয়েক মিটার গভীর বিশাল সিঙ্কহোল কর্তৃপক্ষকে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য করেছে। মোট ৫৫ হাজার জনসংখ্যার মধ্যে প্রায় এক হাজার ২০০ জন মানুষ তাদের বাড়িঘর ধীরে ধীরে মাটির নিচে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন। এই মাসের শুরুতে নগর সরকারের জারি করা একটি জরুরি আদেশে সিঙ্কহোল সম্পর্কে বলা হয়েছে যে গত কয়েক মাসের ব্যবধানে আকারগুলো দ্রুত প্রসারিত হয়েছে ও বাসস্থানের কাছাকাছি পৌঁছেছে।
এতে আরো বলা হয়েছে, বেশ কয়েকটি ভবন এরই মধ্যে ধ্বংস হয়ে গেছে। সিঙ্কহোলগুলো এমন একটি সমস্যার বৃদ্ধি যা মারানহাও রাজ্যের বুরিটিকুপুর বাসিন্দারা গত ৩০ বছর ধরে দেখছেন। বৃষ্টি ধীরে ধীরে মাটি ক্ষয় করছে, যা তাদের বালুকাময় ন্যাচারের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি দুর্বল পরিকল্পনার নির্মাণ কাজ এবং বন উজাড়েরও অবদান রয়েছে। ব্রাজিলে মাটির বৃহৎ ক্ষয়কে ভোকোরোকা বলা হয়, এটি আদিবাসী উৎসের একটি শব্দ যার অর্থ পৃথিবী ছিঁড়ে ফেলা এবং এটি সিঙ্কহোলের সমতুল্য।
ফেডারেল ইউনিভার্সিটি অব মারানহাওয়ের ভূগোলবিদ ও অধ্যাপক মার্সেলিনো ফারিয়াস বলেন, ভারী বৃষ্টিপাতের সময় সমস্যাটি আরো প্রকট হয়।